রাজ্যে ভুয়ো চিকিৎসক এর হদিশ পাওয়া আর নতুন কোনো বিষয় নয়। রাজ্যের বিভিন্ন জায়গায় দেদার ব্যবসা চালাচ্ছে ভুয়ো চিকিৎসকরা। এবার একটু অন্য রকম ঘটনা ঘটলো হুগলিতে ,জেনারেল মেডিসিনের চিকিৎসক হওয়ার পরেও নিজেকে জাহির করতেন নিউরোলজিস্ট ও অন্যান্য রোগের বিশেষজ্ঞ হিসাবে। তাতেই বিপত্তি ঘটলো হুগলির রিষড়ার চিকিৎসক সমর বন্দ্যোপাধ্যায়ের। উপযুক্ত প্রমাণ পত্র ছাড়াই নিজেকে স্পেশালিস্ট জাহির করার জন্য, ছয় মাসের জন্য রেজিস্ট্রেশন খারিজ করে দেওয়ার নির্দেশ দিল রাজ্য মেডিক্যাল কাউন্সিল।
জানা গিয়েছে, চিকিৎসক সমর বন্দ্যোপাধ্যায় , মেডিসিন বিশেষজ্ঞ ওই চিকিৎসক জেনারেল মেডিসিনে এমডি পাশ করেছেন ১৯৮১ সালে। কিন্তু অভিযোগ, মেডিসিন স্পেশালিস্ট হওয়ার পরেও প্রেসক্রিপশন প্যাড, ভিজিটিং কার্ড ও সাইনবোর্ডে নিজেকে নিউরোলজিস্ট, রিউম্যাটোলজিস্ট ও ডায়াবেটোলজিস্ট বলে পরিচয় দিতেন। এমনকি, প্রেসক্রিপশনে তিনি নিজেকে অ্যাপোলো হাসপাতালে কর্মরত ডাক্তার হিসেবেও পরিচয় দিতেন।
তবে তিনি বিপাকে পড়েন রাজ্য মেডিক্যাল কাউন্সিলের নজরে আসার পর। ওই চিকিৎসকের সমস্ত স্পেশালাইজেশন ভুয়ো তথ্য বলে জানিয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিল। অভিযোগ প্রমাণিত হওয়ায় আপাতত ৬ মাসের জন্যে তাঁর রেজিস্ট্রেশন খারিজ করেছে কাউন্সিল। এর ফলে আগামী ৬ মাস রোগী দেখতে পারবেন না সমর বন্দ্যোপাধ্যায় নামে রিষড়ার ওই চিকিৎসক।