ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

CISF কনস্টেবল ও ড্রাইভার নিয়োগ ২০২৩ – CISF Constable and Driver Recruitment 2023

CISF Constable and Driver Recruitment 2023
CISF Constable and Driver Recruitment 2023

CISF কনস্টেবল ও ড্রাইভার নিয়োগ ২০২৩ – CISF Constable and Driver Recruitment 2023: সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF) এর দ্বারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে মোট ৪৫১ টি শূন্যপদে কনস্টেবল ড্রাইভার নিয়োগ করা হবে। মাধ্যমিক পাস থাকলে এখানে আবেদন করতে পারবেন। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২২ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত অনলাইন এর মাধ্যমে আবেদন করতে পারবেন। CISF Constable Driver Recruitment 2023 তে আবেদন করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা, আবেদন করার পদ্ধতি এবং প্রার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে নিজে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

CISF কনস্টেবল ও ড্রাইভার নিয়োগ ২০২৩ – CISF Constable and Driver Recruitment 2023

নিয়োগ সংস্থাCentral Industrial Security Force (CISF)
পদের নামConstable Driver
মোট শূন্যপদ৪৫১ টি
বেতননিয়ম অনুযায়ী
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন মোডঅনলাইন
স্থানসারা ভারত
ওয়েবসাইটwww.cisfrectt.in

CISF কনস্টেবল নিয়োগ ২০২৩ (CISF Constable Vacancy 2023)

পদের নাম (Post Name)

সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF) এর দ্বারা এখানে Constable/ Driver অবং Constable/Driver Cum Pump Operator পদে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ (CISF Constable Vacancy 2023)

CISF Constable Driver Recruitment 2023 এর অফিসের বিজ্ঞপ্তি অনুসারে এখানে মোট ৪৫১টি শুন্যপদ রয়েছে।

পদের নামশূন্যপদের সংখ্যা
Constable/ Driver১৮৩ টি
Constable/Driver Cum Pump Operator২৬৮ টি

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

CISF Constable Driver Recruitment 2023 এর অফিসের বিজ্ঞপ্তি অনুসারে যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে। বিস্তারিত জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি টি দেখুন। এছাড়াও এখানে আবেদন করার জন্য আবেদনকারীর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা প্রয়োজন।

বয়সসীমা (CISF Constable Driver Recruitment 2023 Age Limit)

আবেদনের শেষ তারিখ অর্থাৎ ২২এই ফেব্রুয়ারি ২০২৩ তারিখ অনুসারে আবেদনকারীর বয়স ২১ বছর থেকে ২৭ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।

আবেদন পদ্ধতি (CISF Constable Driver Recruitment 2023 Apply Online)

গ্রহী ও যোগ্য প্রার্থীরা CISF Constable Driver Recruitment 2023-এর জন্য সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের Central Industrial Security Force (CISF) অফিসিয়াল ওয়েবসাইট www.cisfrectt.in-তে যেতে হবে। আবেদন করার জন্য নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুন।

  • প্রথমে www.cisfrectt.in সাইডে যান।
  • এরপর আবেদন সংক্রান্ত লিংকে ক্লিক করুন।
  • অনলাইন আবেদন পত্র সঠিকভাবে পূরণ কর।
  • প্রয়োজনীয় ডকুমেন্ট নির্ধারিত ফরম্যাটে আপলোড করুন।
  • আবেদন ফি জমা করুন (যদি প্রয়োজন হয়)।
  • আবেদন সম্পন্ন হলে আবেদন সংক্রান্ত তথ্য সংরক্ষিত/প্রিন্ট করে রাখুন।

আবেদন করার আগে অবশ্যই নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসের বিজ্ঞপ্তি ডাউনলোড করে ভালো করে পড়ে দেখবেন।

আবেদন মূল্য (Application Fee)

CISF Constable Vacancy 2023 আবেদন করার জন্য ১০০ টাকা আবেদন মূত্র ধার্য করা হয়েছে। SC/ ST/ ESM প্রার্থীদের কোনরকম আবেদনমূ ল্যের প্রয়োজন নেই।

আবেদনের শেষ তারিখ (Last Date)

CISF Constable Driver Recruitment 2023-এর অফিসের বিজ্ঞপ্তি অনুসারে এখানে প্রার্থীরা আগামী ২২এই ফেব্রুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

নির্বাচন প্রক্রিয়া (CISF Constable Vacancy 2023 Selection Process)

CISF Constable Vacancy 2023 তে আবেদনকারী প্রার্থীদের PST/PET, Documentation & Trade Test, Written Exam, Document Verification, Medical Examination এর মাধ্যমে বাছাই করে নিয়োগ করা হবে বিস্তারিত জানার জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি টি দেখুন।

প্রয়োজনীয় উচ্চতা (Hight)

  • সাধারণ, এসসি এবং ওবিসি প্রার্থীদের জন্য: ১৬৭ সেমি
  • গাড়োয়ালি, কুমাওনি, গোর্খা, ডোগরা, মারাঠা এবং সিকিম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, আসাম, হিমাচল প্রদেশ এবং জম্মু ও কাশ্মীর রাজ্যের অন্তর্গত প্রার্থীদের ক্ষেত্রে:  ১৬০ সেমি
  • তফসিলি উপজাতিভুক্ত সকল প্রার্থী:  ১৬০ সেমি

বুকের মাপ (Chest)

  • সাধারণ, এসসি এবং ওবিসি প্রার্থীদের জন্য: ন্যূনতম ৮০ সেমি এবং ন্যূনতম ০৫ সেমি প্রসারিত অর্থাৎ ৮০ – ৮৫।
  • গাড়োয়ালি, কুমাওনি, গোর্খা, ডোগরা, মারাঠা এবং সিকিম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, আসাম, হিমাচল প্রদেশ এবং জম্মু ও কাশ্মীর রাজ্যের অন্তর্গত প্রার্থীদের ক্ষেত্রে: ন্যূনতম ৭৮ সেমি যার সর্বনিম্ন প্রসারণ ০৫ সেমি অর্থাৎ ৭৮ – ৮৩।
  • তফসিলি উপজাতির অন্তর্গত সমস্ত প্রার্থী:  ন্যূনতম ৭৬ সেমি এবং ন্যূনতম ০৫ সেমি প্রসারিত অর্থাৎ ৭৬ – ৮১

গুরুত্বপূর্ন তারিখ (Important Dates)

আবেদন শুরু২৩.০১.২০২৩
আবেদন শেষ২২.০২.২০০৩
পরীক্ষার তারিখপরে জানানো হবে

প্রয়োজনীয় লিঙ্ক (Important Links)

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • আবেদন লিঙ্ক: Apply Here
  • অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

F.A.Q

CISF Constable Vacancy 2023 তে আবেদন শুরু কতো তারিখ?

CISF Constable Vacancy 2023 তে আবেদন শুরু ২৩এই জানুয়ারি ২০২৩।

CISF Constable Driver Recruitment 2023 Last Date কবে

CISF Constable Driver Recruitment 2023 তে আবেদন করার শেষ তারিখ হলো ২২এই ফেব্রুয়ারি ২০২৩।

CISF Constable Recruitment 2023 Notification ডাউনলোড করবো কিভাবে?

উপরে Download PDF তে ক্লিক করে CISF Constable Recruitment 2023 Notification ডাউনলোড করতে পারবেন।

Leave a Reply