চুঁচুড়ার তামলিপাড়া ঘাট থেকে উত্তর ২৪ পরগনার বৈষ্ণবঘাট ফেরি সার্ভিস রয়েছে।গত বছর হুগলি চুঁচুড়া পুরসভা থেকে লিজ দেওয়া হয় চুঁচুড়ার বাসিন্দা বিজয় কাহার কে।চুঁচুড়ার দিকে ও উত্তর ২৪ পরগনার দিকে দুটি জেটিই তাকে লিজ দেওয়া হয়।
ঘাটের আগের লিজার গতকাল হঠাত্ বৈষ্ণবঘাটের জেটি খুলে নিয়ে চলে যায়।যার ফলে সমস্যায় পড়েছেন বহু সাধারণ মানুষ থেকে স্কুল পড়ুয়া ও ব্যবসায়ী।ঘাট কর্তৃপক্ষের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে ঘাট বন্ধের নোটিশ দিয়ে দেওয়া হয়েছে।বহু যাত্রী ঘাট পারাপার করতে এসে ফিরে যাচ্ছেন।
স্থানীয়রা বলেন,সমস্যায় পড়ে গেলাম,যতদিন না ঘাট চালু হবে ব্যবসার ক্ষতি হবে। বর্তমান লিজার বিজয় কাহারের দাবী পুরসভা থেকে যখন নিয়েছিলাম,পুরসভা আমাকে জানায়নি যে জেটি অন্য কারোর।আমাকে দুই ঘাটের দুটি জেটি,দুটো লঞ্চ দেওয়া হয়।তবে এখন আগের লিজার দাবী করছেন বৈষ্ণবঘাটের জেটি টি তার ব্যক্তিগত।হুগলি চুঁচুড়া পুরসভার চেয়ারম্যানকে ঘটনা জানিয়েছি,এখন দেখি উনি কি পদক্ষেপ নেন।যদিও এই ঘটনায় পুরসভার চেয়ারম্যান অমিত রায় ক্যামেরার সামনে কিছু বক্তব্য দিতে চাননি,তবে তিনি জানান এটি লিজারদের ব্যক্তিগত সমস্যা,পুরসভা এই বিষয়ে কোন হস্তক্ষেপ করবেনা।