ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

ভারতীয় দলে সুযোগ পাওয়ার খবর শুনে কেঁদেই ফেলেছেন তাঁর বাবাও, বললেন যশস্বী

ভারতীয় দলে সুযোগ পাওয়ার খবর শুনে কেঁদেই ফেলেছেন তাঁর বাবাও, বললেন যশস্বী
ভারতীয় দলে সুযোগ পাওয়ার খবর শুনে কেঁদেই ফেলেছেন তাঁর বাবাও, বললেন যশস্বী

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট দলে সুযোগ পেয়েছেন তিনি। আর এই খবর বিশ্বাস করতে পারছিলেন না যশস্বী। বললেন, ভারতীয় দলে সুযোগ পাওয়ার খবর শুনে কেঁদেই ফেলেছেন তাঁর বাবাও।

২০২৩ আইপিএল-এ রাজস্থান রয়‍্যালসের হয়ে দুরন্ত পারফরম্যান্স করেন যশস্বী।২০২৩ আইপিএল-এ সর্বোচ্চ রান করার তালিকায় পঞ্চম তালিকায় ছিলেন তিনি। ক্রিকেটেপ্রেমীদের নয়নের মণি হয়ে ওঠেন যশস্বী। ভারতীয় দলে এর আগে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালে রির্জাভ ক্রিকেটার হিসাবে রুতুরাজ গায়কোওয়াডের বদলে সুযোগ মিলেছিল তাঁর। তবে এবার সুযোগ চলে এল মূল দলে। আর এতেই উচ্ছ্বসিত তরুণ ব‍্যাটার। এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাত্‍কারে যশস্বী বলেন,” বাবা জানতে পেরে কেঁদে ফেলেন। মায়ের সঙ্গে এখনও দেখা হয়নি। কয়েক দিনের মধ্যেই মায়ের সঙ্গে দেখা করতে যাব। সকাল থেকে বাইরে ছিলাম। অনুশীলনে গিয়েছিলাম, তারপর কিছু কাজ ছিল। ভাল লাগছে। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। খুব উত্তেজিত আমি। সেই সঙ্গে চাই মাঠে নেমে নিজেকে উজাড় করে দিতে।”

যশস্বী আরও বলেন,” খুব ভাল প্রস্তুতি নিচ্ছি। সিনিয়রদের সঙ্গে কথাও হয় আমার। সকলেই বলে নিজের লক্ষ্যে স্থির থাকতে। তাদের থেকে শিখেছি যে, আমি কীভাবে খেলছি সেটাই গুরুত্বপূর্ণ।”আইপিএল-এ ভালো খেলার সুবাদে ভারতীয় দলে সুযোগ যে আসবে তা আন্দাজ করেছিলেন যশস্বী। তাই ভারতীয় দল ঘোষণা না হওয়া পর্যন্ত একটা চাপ কাজ করছিল বলে জানালেন তিনি। এই নিয়ে যশস্বী বলেন,”একটা চাপ কাজ করছিল নিজের মধ্যে। যতক্ষণ না নামটা বোর্ডের তালিকায় দেখছি, ততক্ষণ এটা ভারতীয় দলে সুযোগ পাওয়ার খবর শুনে কেঁদেই ফেলেছেন তাঁর বাবাছিল। এখন ভাল লাগছে।”

Leave a Reply