শাসকদলের নিয়োগ দুর্নীতিকে হাতিয়ার করে প্রচার সিপিএম প্রার্থীর।পঞ্চায়েত নির্বাচনে মানুষের সমর্থনে জিতে ‘দুর্নীতি’র জবাব দিতে মুখিয়ে বামেদের তরুণী প্রার্থী সোনালী।তৃণমূল কংগ্রেসকে রুখতে হালিশহর থেকে লড়ছেন সোনালী মজুমদার।
এমএ পাশ করে এবার পঞ্চায়েত সমিতি দখলে নেমেছেন তিনি। ব্যারাকপুর ১ নং ব্লকের পঞ্চায়েত সমিতি ১০ নম্বর আসনে জেঠিয়া পঞ্চায়েতের মনোনীত প্রার্থী সোনালী। প্রচার ইতিমধ্যেই জোরকদমেই চলছে। সোনালী তাঁর দলীয় কর্মীদের নিয়ে এলাকার এখন পরিচিত মুখ হয়ে উঠেছেন।