প্রশিক্ষণ চলাকালীন কলম্বিয়ান বায়ুসেনার দু’টি বিমানের মুখোমুখি সংঘর্ষে আগুন ধরে যায়। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই বিমানের পাইলট।
অ্যাপিয়ে বায়ু সেনা ঘাঁটিতে প্রশিক্ষণ চলছিল। সেদেশের বায়ু সেনার তরফে জানানো হয়েছে, দুর্ঘটনা দু’জন পাইলটের মৃত্যু হয়েছে।ভিডিওতে দেখা গিয়েছে, মাঝআকাশে চক্কর কাটছিল বায়ুসেনার কয়েকটি বিমানের। সেই সময় দু’টি টি টোয়েনটি সেভেন (T-27) টুকানো বিমানের মুখোমুখি ধাক্কা লাগে। আর তারপরেই আগুন ধরে যায়। মাটিতে আছড়ে পড়ে বিমান দু’টি।