মোহনবাগানের জার্সি গায়ে নামতে চলেছেন বিশ্বকপার জেসন কামিন্স। আর এবার হল সরকারি ঘোষণা। সবুজ-মেরুন শিবিরে যোগ দিচ্ছেন মেসিদের বিরুদ্ধে এবারের বিশ্বকাপে খেলা স্ট্রাইকার।
এর আগে খেলেছেন অস্ট্রেলিয়ার ওয়েস্ট কোস্ট মেরিনার্সের হয়ে। আর এবার ভারতের মেরিনার্স মোহনবাগানে চলে এলেন তিনি।
দুর্দান্ত ফর্মে থাকা এই স্ট্রাইকার শেষ ম্যাচে হ্যাটট্রিক করেছেন। দারুণ বিদায় জানিয়েছেন অজি সমর্থকরাও। তবে এবার তাঁর সামনে নতুন চ্যালেঞ্জ। ইন্ডিয়ান সুপার লিগে মোহনবাগানের মতো শতাব্দী প্রাচীন ক্লাবের হয়ে নিজেকে প্রমাণ করা কখনোই সহজ নয়। আর সেই কঠিন কাজটাই তাঁকে করতে হবে। জুয়ান ফেরান্দোর দলে গত বছর কোনও স্ট্রাইকার ছিলেন না। দিমিত্রি পেত্রাতোসকে দিয়ে গোল করানোর কাজটা চালিয়ে নিচ্ছিলেন সবুজ-মেরুন কোচ। তবে এবার এএফসি কাপে ভালো সুযোগ রয়েছে মোহনবাগানের।পেশাদার ফুটবলে ১৫০-রও বেশি গোল রয়েছে অজি তারকার। গত মরশুমে ৪৯ ম্যাচে ৪০ টি গোল রয়েছে তাঁর। সই করে জেসন কামিন্স জানান, ‘অনেকদিন ধরেই এ লিগের ফুটবলররা ভারতে খেলতে আসছে। অমিও বেশকিছু বছর ধরে ভারতীয় ফুটবলের দিকে নজর রাখছিলাম। যখন বুঝতে পারি শুধু ISL নয়, মোহনবাগানের লক্ষ্য এএফসি কাপ তখনই ভালো লেগেছিল। আগামী তিন বছর আমি মোহনবাগানাকে প্রচুর ট্রফি দিতে চাই।’