ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

ময়দানে আর ফেরা হলো না বাংলার সাগ্নিকের

ময়দানে আর ফেরা হলো না বাংলার সাগ্নিকের
ময়দানে আর ফেরা হলো না বাংলার সাগ্নিকের
Rate this post

ময়দানে আর ফেরা হলো না বাংলার সাগ্নিকের।হার্টের অপারেশন করাতে গিয়ে মাত্র ২৬ বছর বয়সে মৃত্যু হল জিমন্যাস্ট সাগ্নিক বেরার। দিনকয়েক আগে হার্টের সমস্যা ধরা পড়ায় খুব তাড়াতাড়ি অস্ত্রোপচার করানো হয়েছিল তার, তবে তরুণ সাগ্নিক সামলাতে পারলেন না সেই ধকল। অস্ত্রোপচারের পর থেকেই আর জ্ঞান ফেরেনি সাগ্নিকের।

মুম্বইয়ের নেভি হাসপাতালে সোমবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।প্রায় মাসখানেকের লড়াই থামল সাগ্নিক বেরার। জানা যাচ্ছে, খেলোয়াড় কোটায় এয়ারফোর্সে চাকরি করতেন সাগ্নিক। চাকরি সূত্রে নাসিকে থাকতেন তিনি। সেখানেই একদিন অনুশীলন করার মাঝে হঠাত্‍ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন। জিমন্যাস্টকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গিয়ে পরীক্ষা করার পরই তাঁর হৃদযন্ত্রে ছিদ্র থাকার বিষয়টি সামনে আসে। ছোটবেলা থেকেই সাগ্নিকের হৃদযন্ত্রে সমস্যা থাকলেও তা ধরা পড়েনি আগে। প্রাথমিক চিকিত্‍সার পর চিকিত্‍সকরা জানান, দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন। এরপরেই সাগ্নিককে ভর্তি করা হয় মুম্বইয়ের নেভি হাসপাতালে। সেখানেই গতমাসের শেষদিকে অস্ত্রোপচার হয়েছিল তাঁর। কিন্তু সেই অস্ত্রোপচারের পর আর জ্ঞান ফেরেনি সাগ্নিকের।

সাগ্নিক বেরার অকালপ্রয়াণে শোকের ছায়া বাংলার জিমন্যাস্টিক জগতে। আদতে বরানগরের দর্জিপাড়ার বাসিন্দা সাগ্নিক ২০১৬ সাল পর্যন্ত জাতীয় স্তরে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করেছেন। ২০১৯ সালে এয়ারফোর্সে চাকরি পাওয়ার পর থেকে তাঁদের প্রতিনিধিত্ব করতেন তিনি। জাতীয় স্তরে বাংলাকে ও এয়ারফোর্সের হয়ে একাধিক খেতাবও জিতেছিলেন সাগ্নিক।

Leave a Reply