ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

ছ’ঘণ্টার জন্য রবিবার বাড়ি এলেন সারদাকাণ্ডে অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়

ছ'ঘণ্টার জন্য রবিবার বাড়ি এলেন সারদাকাণ্ডে অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়
ছ'ঘণ্টার জন্য রবিবার বাড়ি এলেন সারদাকাণ্ডে অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়

মাত্র ছ’ঘণ্টার জন্য রবিবার বাড়ি এলেন সারদাকাণ্ডে (Saradha Scam) অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়। রবিবার সকাল থেকেই মেয়ের অপেক্ষায় ছিলেন তাঁর বাবা মোহন মুখোপাধ্যায়-সহ গোটা পরিবার।

মঙ্গলবার বাড়ি আসার কথা ছিল দেবযানীর। কিন্তু ওই দিন মামলার শুনানি দিন থাকায় আসতে পারছেন না তিনি। তার বদলে রবিবার বাড়ি ফিরলেন দেবযানী। এদিন সকালে কসবা থানার পুলিশ গিয়ে দেবযানীর ঢাকুরিয়ার বাড়িতে সেই খবর দিয়ে আসে। স্বাভাবিকভাবে মেয়ের অপেক্ষায় রাস্তার দিকে তাকিয়ে পরিবারের সদস্যরা। অসুস্থ মাকে দেখতে যাওয়ার জন্য জেল কর্তৃপক্ষের কাছে আবেদন করেন দেবযানী। সেই আবেদন মঞ্জুর হয়েছে।

সারদা মামলায় ২০১৩ সালের ২২ এপ্রিল কাশ্মীর থেকে কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন সারদা কর্তা সুদীপ্ত সেন এবং তাঁর ছায়াসঙ্গী দেবযানী মুখোপাধ্যায়। পরের বছর অর্থাত্‍ ২০১৪ সালে সারদা টুর অ্যান্ড ট্রাভেলস মামলায় অভিযুক্ত হন দেবযানী। গত ১০ বছরে একাধিকবার জামিনের আবেদন করলেও, জামিন মেলেনি। তিনি রাজ্যের সমস্ত মামলা থেকে অব্যাহতি চেয়েও আবেদন করেছিলেন। সেই মামলা এখনও আদালতে বিচারাধীন। সেই শুনানির মাঝেই প্যারোলে কয়েক ঘণ্টার জন্য় মুক্তি পাচ্ছেন তিনি।

Leave a Reply