ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

দিল্লি হাই কোর্টে অ্যাসিস্ট্যান্ট নিয়োগ 2023 – Delhi High Court Assistant Recruitment 2023

Delhi High Court Assistant Recruitment 2023
Delhi High Court Assistant Recruitment 2023
Rate this post

দিল্লি হাই কোর্টে অ্যাসিস্ট্যান্ট নিয়োগ 2023 – Delhi High Court Assistant Recruitment 2023: চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। কেন্দ্রীয় সরকার দ্বারা দিল্লি হাই কোর্টে Senior Personal Assistant এবং Personal Assistant নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সব মিলিয়ে মোট ১২৭ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা এখানে আগামী ৩১ মার্চ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আরও বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

দিল্লি হাই কোর্টে অ্যাসিস্ট্যান্ট নিয়োগ 2023 – Delhi High Court Assistant Recruitment 2023

নিয়োগ সংস্থাHigh Court of Delhi
পদের নামSenior Personal Assistant & Personal Assistant
মোট শূন্যপদ১২৭ টি
বেতন (₹)নিয়ম অনুযায়ী
চাকরির ধরনসরকারি
আবেদন মোডঅনলাইন
স্থানসারা ভারত
ওয়েবসাইটdelhihighcourt.nic.in

দিল্লী হাই কোর্টে কর্মী নিয়োগ ২০২৩ – Delhi High Court PA Job Vacancy 2023

পদের নাম (Post Name)

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে Senior Personal Assistant & Personal Assistant পদে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ (Total Vacancy)

Delhi High Court PA Job Vacancy 2023-এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট ১২৭ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। পদ অনুযায়ী শূন্যপদের সংখ্যা নিচের ছকে আলোচনা করা হয়েছে।

পদের নামশূন্যপদ সংখ্যা
Personal Assistant৬৭ টি
Senior Personal assistant৬০ টি
মোট১২৭ টি

Category অনুযায়ী শূন্যপদের বিবরণ

Senior Personal AssistantPersonal Assistant
General – 11 টিGeneral – 29 টি
EWS – 10 টিEWS – 06 টি
OBC NCL – 23 টিOBC NCL – 17 টি
SC – 09 টিSC – 10 টি
ST – 7 টিST – 05 টি

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

Delhi High Court PA Job Vacancy -তে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাশ করে থাকতে হবে। তার সাথে Senior Personal Assistant – 110 w.p.m in Shorthand(English) and w.p.m in Typewriting (English) এবং Personal Assistant – 100 w.p.m in Shorthand(English) and 40 w.p.m in Typewriting(English)

বয়সসীমা (Age Limit)

এখানে প্রার্থীদের আবেদন করার জন্য সর্বনিন্ম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। এখানে আবেদনকারী প্রার্থীদের বয়সের হিসেব ধরা হবে ০১.০১.২০২৩ তারিখ অনুযায়ী।

Also Read:

জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে বিভিন্ন পদে চাকরি

ভারতীয় মিউজিয়াম গুলিতে বিভিন্ন পদে নিয়োগ 2023

কলকাতা বন্দরে SDTM পদে চাকরি

ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার এ বিভিন্ন পদে চাকরি

সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে চাকরি

মাধ্যমিক পাশে BSF-এ বিভিন্ন পদে চাকরি

আবেদন পদ্ধতি (Apply Process)

আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে দিল্লি হাই কোর্ট এর অফিসিয়াল ওয়েবসাইট – delhihughcourt.nic.in এর মাধ্যমে আগামী ৩১ মার্চ ২০২৩ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি সম্পর্কিত আরও বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।

প্রয়োজনীয় ডকুমেন্ট (Required Documents)

  • শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র
  • আঁধার কার্ড
  • প্যান কার্ড
  • পাসপোর্ট সাইজ ছবি
  • OBC/SC/ST সার্টিফিকেট (যদি থাকে)

আবেদন মূল্য (Application Fee)

এখানে আবেদন করার জন্য General/OBC/EWS প্রার্থীদের ১০০০/- টাকা এবং SC/ST/PH প্রার্থীদের ৮০০/- টাকা দিতে হবে। অনলাইনের মাধ্যমে ফী পেমেন্ট করতে হবে – Net Banking, Credit or Debit Cards

আবেদনের শেষ তারিখ (Application Last Date)

Delhi High Court PA Job Vacancy 2023-এ আবেদন করার শেষ তারিখ ৩১ মার্চ ২০২৩। আবেদনপত্র সংশোধন করার শেষ তারিখ ০৩ এপ্রিল ২০২৩।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

এখানে নির্বাচিত প্রার্থীদের বেশ কয়েকটি প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ করানো হবে।

  • Typing Test
  • Shorthand Test
  • Mains Exam
  • Interview
  • Merit List

গুরুত্বপূর্ন তারিখ (Important Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত০৬.০৩.২০২৩
আবেদন শুরু০৬.০৩.২০২৩
আবেদন শেষ৩১.০৩.২০২৩

Important Links

অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

Leave a Reply