ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

কলকাতা বন্দরে SDTM পদে চাকরি 2023 – Kolkata Port SDTM Recruitment 2023

Kolkata Port SDTM Recruitment 2023
Kolkata Port SDTM Recruitment 2023
Rate this post

কলকাতা বন্দরে SDTM পদে চাকরি 2023 – Kolkata Port SDTM Recruitment 2023: কলকাতার শ্যামা প্রসাদ মুখার্জি বন্দরে SDTM অর্থাৎ সিনিয়র ডেপুটি ট্রাফিক ম্যানেজার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে। এখানে বেতন দেওয়া হবে 32,900 – 58,000/- টাকা। এটি নিঃসন্দেহে চাকরিপ্রার্থীদের কাছে একটি আকর্ষণীয় প্যাকেজ। পদের বিবরণ সহ নিয়োগের বিস্তারিত তথ্যগুলি পরপর জানতে প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।

কলকাতা বন্দরে SDTM পদে চাকরি 2023 – Kolkata Port SDTM Recruitment 2023

যে পদে নিয়োগ হবে

সিনিয়র ডেপুটি ট্রাফিক ম্যানেজার (Senior Deputy Traffic Manager- SDTM) 

মোট শূন্যপদের সংখ্যা

এখানে 2 টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা 

এই পদের জন্য আবেদন করতে গেলে, আবেদনকারীর

যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক (Graduation) ডিগ্রী থাকতে হবে। সাথে, শিপিং/কার্গো অপারেশন/রেল পরিবহনে নয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা

37 বছর অবধি যাদের বয়স, তারা এইপদের জন্য আবেদন করতে পারবেন। 

বেতন কাঠামো 

এখানে 32,900 – 58,000/- টাকা বেতন দেওয়া হবে। তবে প্রার্থীরা হাতে পাবেন 80,000 – 2,20,000/- টাকা।

নিয়োগ প্রক্রিয়া

ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে প্রার্থী সিলেকশন করে উক্ত SDTM পদের জন্য নিয়োগ করা হবে।

আবেদনের সময়সীমা

এখানে 14/03/2023 তারিখের মধ্যে আবেদন করতে হবে।

আবেদন মূল্য

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের কোনো আবেদন মূল্য দিতে হবে না।

আবেদন পদ্ধতি

আবেদন করার জন্য নীচের ধাপগুলি অণুসরণ করুন

(1) প্রথমে smportkolkata.shipping.gov.in লিঙ্কটি ক্লিক করে নিয়োগের অফিসিয়াল ওপেন করুন।

(2) এবার এখানে আপনাকে রেজিস্ট্রেশন করে একটি আইডি খুলতে হবে। তার জন্য আগে থেকেই একটি ইমেল আইডি, মোবাইল নম্বর এবং নিজের আইডি প্রমাণ, বয়স, শিক্ষাগত যোগ্যতা, সাম্প্রতিক ফটোগ্রাফ, জীবনবৃত্তান্ত, অভিজ্ঞতা থাকলে ইত্যাদির মতো নথিগুলি প্রস্তুত রাখুন।

(3) ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন। এখানেই আবেদনপত্রটি পেয়ে যাবেন।

(4) আবেদনপত্রটি একটি A4 পেপারে প্রিন্ট করে যাবতীয় তথ্যাদি ভরুন। তার সাথে আপনার শিক্ষাগত যোগ্যতাসহ প্রয়োজনীয় সকল ডকুমেন্টও স্ক্যান করে জুড়ে নিন।

(5) সব শেষে একটি খামে আবেদনপত্রটি ঢুকিয়ে, নির্দিষ্ট দিনের মধ্যে পাঠিয়ে দিন নোটিশে দেওয়া ঠিকানায়। খামের উপর লিখতে হবে- “Application for the post of Sr. Dy. Traffic Manager” 

Also Read: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কলকাতা শাখায় কর্মী নিয়োগ

Also Read: ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক এ বিভিন্ন পদে প্রচুর কর্মী নিয়োগ

Also Read: পশ্চিমবঙ্গের 23 জেলায় পশু ও মৎস্য চাষ দপ্তরে কর্মী নিয়োগ

Also Read: ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার এ বিভিন্ন পদে চাকরি

Also Read: সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে চাকরি

আবেদন করার ফর্ম

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

Secretary, SMP, Kolkata,15, Strand Road, Kolkata —700001

14.03.2023 তারিখের মধ্যে এই ঠিকানাতে আবেদনপত্র পাঠাতে হবে। 

Important Links

অফিসিয়াল নোটিশ: Download

আবেদন করার ফর্ম: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

Leave a Reply