ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

২২০ টি আসনে বিজেপির জেতার জন্য তারাপীঠ মন্দিরে পুজো দিচ্ছেন অনুব্রত মন্তব্য দিলীপ ঘোষের

২২০ টি আসনে বিজেপির জেতার জন্য তারাপীঠ মন্দিরে পুজো দিচ্ছেন অনুব্রত মন্তব্য দিলীপ ঘোষের
২২০ টি আসনে বিজেপির জেতার জন্য তারাপীঠ মন্দিরে পুজো দিচ্ছেন অনুব্রত মন্তব্য দিলীপ ঘোষের
Rate this post

Bengaliportal: বীরভূমের তারাপীঠে মায়ের কাছে পুজো দিয়ে তৃণমূলের জন্য ২২০ টি থেকে ২৩০ টি আসন চেয়েছিলেন বীরভুমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। এবার ওনাকে একহাতে নিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘আমি জানিনা ২২০ টা বিজেপির জন্য বলেছেন, না তৃণমূলের জন্য। বিজেপির জন্যও বলতে পারেন, কারণ যেভাবে সবাই আসছে মনে হচ্ছে ওরাই হেরে যাবে।”

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

এরপর ওনাকে যখন প্রশ্ন করা হয় যে, অনুব্রত মণ্ডলকে দলে নেবেন? তখন তিনি বলেন, ‘কাকে নেব, না নেব সেটা তো আর আমি একা দলে ঠিক করতে পারিনা, তিনি আমাকে ওনার দলে আহ্বান করেছেন, ওই দলটা থাকলে তো আহ্বান করবেন। জানিনা উনি কোথায় যাবেন, কি করবেন? সেটা আগামী দিনে দেখা যাবে। আসতে চাইলে দল ভাববে, এত লোককে দল জায়গা দিয়েছে ওনাকেও দলে জায়গা তো দিতেই পারে।”

আরও পড়ুন: শুভেন্দু অধিকারীর-কে Z Category নিরাপত্তা দেওয়ার কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক

উল্লেখ্য, আসন্ন বিধানসভার নির্বাচনের আগে রাজ্যে রাজনৈতিক পারদ চড়ছে। তৃণমূল যেমন ক্ষমতা ধরে রাখার জন্য মরিয়া। তেমনই প্রথম রাজ্যে ক্ষমতায় আসার জন্য ঝাঁপিয়ে পড়েছে গেরুয়া শিবির।

Leave a Reply