Bengaliportal: শুভেন্দু অধীকারীকে দলে টেনে মেদিনীপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন অমিত শাহ। তৃণমূল দলকে তোলাবাজির দল আখ্যা দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘এক সময় তৃণমূলের কর্মীরা মা মাটি মানুষ স্লোগান দিয়ে তৃণমূলে এসেছিলেন। কিন্তু দিদি, আপনি সেই স্লোগানকে তোলাবাজির স্লোগান, ভাইপোবাদের স্লোগান, স্বজনপোষণের স্লোগানে পরিণত করেছেন।’’
তৃণমূল নেত্রীকে নিশানা করে অমিত বলেন, ‘‘আজ রাজ্যের প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন সাংসদ-সহ এক ঝাঁক বিধায়ক ও নেতা বিজেপিতে যোগ দিয়েছেন। দিদি, ভোট আসতে আসতে তৃণমূলে আপনি শুধু একা থাকবেন।’’
❒ প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:
তিনি বলেন, ‘‘আমপানের ত্রাণের টাকা দিয়েছে কেন্দ্র। কিন্তু সেই টাকা গরিব মানুষ পাননি। দিদি, আপনার দলের লোকেরা খেয়ে নিয়েছেন। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট তদন্তের নির্দেশ দিয়েছে। আপনার কাছে এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে?
আরও পড়ুন: OLX-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অফিস বিক্রির বিজ্ঞাপন, চাঞ্চল্যকর অভিযোগ বারাণসীতে
অন্য দিকে অমিতের আগে সভায় শুভেন্দু বলেন, তিনি বিজেপি-র কর্মী হিসেবে তিনি কাজ করবেন। দল যে নির্দেশ দেবেন, সেটাই তিনি করবেন। পতাকা লাগাতে বললে লাগাবেন, দেওয়াল লিখতে বললে লিখবেন। এই সভা থেকেই শুভেন্দু স্লোগান তোলেন, ‘‘তোলাবাজ ভাইপো হঠাও।’’ এছাড়াও তিনি তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তুলেছেন।