ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

চীনের মতো কাঁচের তৈরি স্কাইওয়াক এবার দেখা যাবে ভারতেও

চীনের মতো কাঁচের তৈরি স্কাইওয়াক এবার দেখা যাবে ভারতেও
চীনের মতো কাঁচের তৈরি স্কাইওয়াক এবার দেখা যাবে ভারতেও
Rate this post

Bengaliportal: বিহারের রাজগীরে, চীনের মতো করে প্রথম কাঁচের ব্রিজ নির্মাণ করা হয়েছে। এই ব্রিজ এখন নতুন করে মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ভগবান বুদ্ধের ঐতিহ্যের সাথে সাথে ভারতীয় ইতিহাস নিজের মধ্যে লুকিয়ে রেখে রাজগীর শহরটি গোটা রাজ্য আর দেশের মানুষের কাছে আকর্ষণের কেন্দ্র।

এই ব্রিজটি বিহার সরকার দ্বারা পর্যটকদের জন্য তৈরি করা হয়েছে। রাজগীরে এই কাঁচের ব্রিজের ফলে আরও বেশি করে পর্যটক আসার প্রবল সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। চীনের হাংঝু প্রান্তে তৈরি ১২০ মিটার উঁচু কাঁচের ব্রিজের মতই রাজগীরে কাঁচের স্কাইওয়াক ব্রিজ তৈরি করা হয়েছে।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

রাজগীর নিজের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। বিহার সরকারের পর্যটন বিভাগ এই ব্রিজের আশেপাশে পর্যটন কেন্দ্রকে আরও এগিয়ে নিয়ে যেতে সাফারি পার্কেরও নির্মাণ করেছে। রাজগীরে জুসাফারি, প্রজাপতি পার্ক, আয়ুর্বেদিক পার্ক আর দেশ-বিদেশের আলাদা আলাদা প্রজাতির গাছ-গাছারি আছে।

আরও পড়ুন: নিঃশব্দে হ্রাস পাচ্ছে অক্সিজেনের পরিমাণ, চিন্তার ভাঁজ কপালে

নতুন বছরেই এই ব্রিজ সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে বলে জানা যাচ্ছে। এর সাথে সাথে সেখানে কয়েক কোটি টাকা খরচ করে রোপওয়েরও নির্মাণ করা হচ্ছে। এই রোপওয়ের মাধ্যমে বিশ্ব শান্তির স্তুপ পর্যন্ত সহজেই পৌঁছে যাওয়া যাবে।

Leave a Reply