ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

ডিভিসি থেকে প্রকাশ হলো নতুন চাকরির বিজ্ঞপ্তি

ডিভিসি থেকে প্রকাশ হলো নতুন চাকরির বিজ্ঞপ্তি
ডিভিসি থেকে প্রকাশ হলো নতুন চাকরির বিজ্ঞপ্তি
Rate this post

সম্প্রতি দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC) সম্প্রতি তাদের ওয়েবসাইটে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভারতের যেকোনো নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে চাকরির জন্য আবেদন করতে পারবেন। মোট শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের এই প্রতিবেদনে।

পদের নাম– Assistant Engineer (IT)মোট শূন্যপদ– ৬ টি। (OBC – ৪ টি, EWS – ২ টি।)শিক্ষাগত যোগ্যতা– AICTE স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান অথবা বিশ্ববিদ্যালয় থেকে Engineering or Technology/ AMIE in Information Technology/ Computer Science ইত্যাদি বিষয়ে পূর্ণ সময়ের স্নাতক ডিগ্রী থাকা চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে নূন্যতম ২ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক।

মাসিক বেতন- কেন্দ্রীয় বেতন কমিশনের অন্তিম সুপারিশ অনুযায়ী উক্ত প্রতিটি পদের বেতন হবে ৫৬,১০০/- টাকা।বয়সসীমা- প্রতিটি পদের ক্ষেত্রে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ পর্যন্ত 45বছর।

আবেদন পদ্ধতি- সরাসরি সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট www.dvc.gov.in এ গিয়ে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। ওয়েবসাইটের Careers→ Recruitment→ Recruitment Notices অপশানে গিয়ে ওয়েবফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের একটি বৈধ মোবাইল নম্বর এবং একটি ইমেইল আইডি থাকা আবশ্যক।নিয়োগ পদ্ধতি- সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। উল্লেখ্য, ইন্টারভিউয়ের দিন আবেদনপত্র, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, অভিজ্ঞতার প্রমাণপত্র, উপলব্ধ জাতি শংসাপত্র ইত্যাদি নথিপত্র সঙ্গে নিয়ে যেতে হবে চাকরিপ্রার্থীদের।আবেদনের শেষ তারিখ- ২ জুলাই,২০২৩।

Leave a Reply