DVC Recruitment 2022: সম্প্রতি দামোদর ভ্যালি কর্পোরেশনের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, সি অ্যান্ড আই, ইনফরমেশন টেকনোলজি ও কমিউনিকেশন ডিসিপ্লিনে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা দামোদর ভ্যালি কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
ডিভিসি রিক্রুটমেন্ট ২০২২ আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীদের অনলাইন আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
ডিভিসি রিক্রুটমেন্ট ২০২২ আবেদন প্রক্রিয়া
প্রার্থীদের সবার প্রথমে https://www.dvc.gov.in/dvcwebsite_new1 প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবেএরপর কেরিয়ার বিভাগে যেতে হবেতারপর নিয়োগের বিজ্ঞপ্তিটি ভাল করে পড়ে নিতে হবেএরপর অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে
ডিভিসি রিক্রুটমেন্ট ২০২২ আবেদন ফি
জেনারেল/ ওবিসি(এনসিএল)/ ইডব্লিউএস বিভাগের প্রার্থীদের জন্য ৩০০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে। অন্য দিকে, এসসি/ এসটি/ পিডব্লুডি/ প্রাক্তণ চাকরিজীবী প্রার্থীদের আবেদন ফি প্রদান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সরাসরি আবেদনের লিঙ্ক: https://application.dvc.gov.in/HrdApplGate/
ডিভিসি রিক্রুটমেন্ট ২০২২ শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ১০০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
- জিইটি (মেকানিক্যাল)- ২৭টি পদ
- জিইটি (ইলেকট্রিক্যাল)- ৪৫টি পদ
- জিইটি (সিভিল)- ৯টি পদ
- জিইটি (সি অ্যান্ড আই)- ৯টি পদ
- জিইটি (আইটি)- ৫টি পদ
- জিইটি (কমিউনিকেশন)- ৫টি পদ
রাজ্যে DVC তে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ আবেদন করুন – DVC Recruitment 2022
সংস্থা | দামোদর ভ্যালি কর্পোরেশন |
পদের নাম | গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি |
শূন্যপদের সংখ্যা | ১০০ |
কাজের স্থান | ভারত |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ৩১.১২.২০২২ |
ডিভিসি রিক্রুটমেন্ট ২০২২ বেতন
প্রার্থীরা পে ম্যাট্রিক্স লেভেল ১০ অনুযায়ী মাসিক ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা বেতন পাবেন।
ডিভিসি রিক্রুটমেন্ট ২০২২ আবেদনের যোগ্যতা
জিইটি (মেকানিক্যাল): প্রার্থীদের এআইসিটিই অনুমোদিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৬৫% নম্বর সহ (জেনারেল/ ওবিসি (এনসিএল)/ ইডব্লুএস প্রার্থীদের জন্য ৬৫% নম্বর ও এসি/এসটি প্রার্থীদের জন্য ৬০%) মেকানিক্যাল/ প্রোডাকশন/ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং/ প্রোডাকশন এং ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং/ থার্মাল/ মেকানিক্যাল এবং অটোমেশন/ পাওয়ার ইঞ্জিনিয়ারিং ইত্যাদিতে ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করতে হবে।
জিইটি (ইলেকট্রিক্যাল): প্রার্থীদের এআইসিটিই অনুমোদিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৬৫% নম্বর সহ (জেনারেল/ ওবিসি (এনসিএল)/ ইডব্লুএস প্রার্থীদের জন্য ৬৫% নম্বর ও এসি/এসটি প্রার্থীদের জন্য ৬০%) ইলেকট্রিক্যাল/ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স/ ইলেকট্রিক্যাল, ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল/ পাওয়ার সিস্টেম এবং হাই ভোল্টেজ/ পাওয়ার ইলেকট্রনিক্স/পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে ফুল-টাইম ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে।
জিইটি (সিভিল): প্রার্থীদের এআইসিটিই অনুমোদিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ফুল-টাইম ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে।
জিইটি (সি&আই): প্রার্থীদের এআইসিটিই অনুমোদিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে নুন্যতম ৬৫% নম্বর সহ (জেনারেল/ ওবিসি (এনসিএল)/ ইডব্লুএস প্রার্থীদের জন্য ৬৫% নম্বর ও এসি/এসটি প্রার্থীদের জন্য ৬০%) ইন্সট্রুমেন্টেশন ও কন্ট্রোল/ ইনস্ট্রুমেন্টেশন/ অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন/ ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন/ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে ফুল-টাইম ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে।
জিইটি (আইটি): প্রার্থীদের এআইসিটিই অনুমোদিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৬৫% নম্বর সহ (জেনারেল/ ওবিসি (এনসিএল)/ ইডব্লুএস প্রার্থীদের জন্য ৬৫% নম্বর ও এসি/এসটি প্রার্থীদের জন্য ৬০%) ইনফরমেশন টেকনোলজি/ কম্পিউটার সায়েন্সে ফুল-টাইম ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে।
জিইটি (কমিউনিকেশন): প্রার্থীদের এআইসিটিই অনুমোদিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৬৫% নম্বর সহ (জেনারেল/ ওবিসি (এনসিএল)/ ইডব্লুএস প্রার্থীদের জন্য ৬৫% নম্বর ও এসি/এসটি প্রার্থীদের জন্য ৬০%) ইলেকট্রনিক্স/ ইলেকট্রনিক্স ও টেলি-কমিউনিকেশন/ টেলি-কমিউনিকেশন ইঞ্জি./ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ইলেকট্রনিক্স অ্যান্ড পাওয়ার/ পাওয়ার ইলেকট্রনিক্স/ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ফুল-টাইম ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে।
ডিভিসি রিক্রুটমেন্ট ২০২২ বয়সসীমা
প্রার্থীদের বয়স ২৯ বছরের মধ্যে হতে হবে।
ডিভিসি রিক্রুটমেন্ট ২০২২ নির্বাচন প্রক্রিয়া
প্রার্থীদের জিইটি ২০২২ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও প্রার্থীদের গ্রুপ ডিসকাশন ও পার্সোনাল ইন্টারভিউতে উতীর্ণ হতে হবে।