ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

ভারতীয় রেলে শূন্যপদে নিয়োগ যোগ্যতা মাধ্যমিক পাশ

ভারতীয় রেলে শূন্যপদে নিয়োগ যোগ্যতা মাধ্যমিক পাশ
ভারতীয় রেলে শূন্যপদে নিয়োগ যোগ্যতা মাধ্যমিক পাশ

Bengaliportal: রাজ্যের বেশ কতগুলি স্টেশনে রেল টিকিট এজেন্ট নিয়োগ করা হচ্ছে। মাধ্যমিক পাশ প্রার্থীরা আবেদন করতে পারেন।

রাজ্যের কোন কোন স্টেশনে নিয়োগ করা হবে, বেতন কীভাবে দেওয়া হবে, আবেদন কীভাবে করতে হবে- সমস্ত তথ্য নীচে পরপর দেওয়া রইল।

গুরুত্বপূর্ন তারিখঃ

আবেদন শুরু- 17.06.2021 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে।

আবেদন শেষ- 15.07.2021 তারিখ অবধি আবেদন করা যাবে।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

পদের নামঃ হল্ট এজেন্ট

বয়সসীমাঃ 01.06.2021 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 18 বছরের বেশি হতে হবে।

বেতনঃ
কমিশন হিসাবে বেতন দেওয়া হবে। নীচের কমিশন অনুযায়ী বেতন ধার্য হবে।

1) মাসে 1-15000 টিকিট বিক্রি হলে 15% কমিশন

2) 15,001-50,000 টিকিট বিক্রি হলে 12% কমিশন

3) 50,001-1,00,000 টিকিট বিক্রি হলে 9% কমিশন

4) 1,00,001-2,00,000 টিকিট বিক্রি হলে 6% কমিশন

5) 2,00,001 এর বেশি বিক্রি হলে 3% কমিশন দেওয়া হবে।

যেসব স্টেশনে নিয়োগ করা হবেঃ

হাওড়া ডিভিশনের তিনটে স্টেশনে নিয়োগ করা হবে-

LAKSHMIPUR (পূর্ব বর্ধমান)
TALANDO (হুগলি)
SIMLAGARH (হুগলি)

শিক্ষাগত যোগ্যতাঃ
মাধ্যমিক পাশ। সেইসঙ্গে নাম এবং ঠিকানা পড়তে পারার মতো ইংরেজি জানতে হবে।

আবেদন পদ্ধতিঃ

আবেদনকারীদের অফলাইনে একটি ফর্ম ফিল আপ করে জমা দিয়ে আবেদন করতে হবে। যে স্টেশনের জন্য আবেদন করা হচ্ছে সেটি খামের উপর লিখে নীচের দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিয়ে আবেদন করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ

The Divisional Railway Manager (Commercial), Eastern Railway, Howrah, Yatri Niwas, 4th Floor, Commercial Branch, Howrah, PIN-711101.

অফিসিয়াল নোটিশ ডাউনলোড- Click Here

Leave a Reply