মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ায় মুখ্যমন্ত্রীর কপ্টারের জরুরি অবতরণ করানো হয় সেবক এয়ার বেসে। সূত্রের খবর, আপাতত সেখানেই রয়েছেন মুখ্যমন্ত্রী।
হেলিকপ্টারটিও সুরক্ষিত রয়েছে বলে জানা গিয়েছে। এদিন বেলা ১২টা ৫০ মিনিটে ক্রান্তি ময়দান থেকে মমতার হেলিকপ্টার বাগডোগরার দিকে রওনা দেয়। সেই সময়ে যদিও আকাশ পরিষ্কার ছিল। কিন্তু বৈকুণ্ঠপুর জঙ্গলের উপর দিয়ে যাওয়ার সময়ে আবহাওয়া ভয়ানক খারাপ হয়ে যায়। বিপদ বুঝে কপ্টারের মুখ উল্টোদিকে ঘুরিয়ে দেন পাইলট। তারপর এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে সেবকে বায়সেনার বিমান ঘাঁটিতে জরুরি অবতরণ করানো হয়।
এদিনই বাগডোগরা থেকে বিশেষ বিমানে কলকাতায় ফেরার কথা মমতার। যদিও দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে মমতা কখন কীভাবে বাগডোগরা পৌঁছবেন, কখন তাঁর বিমান কলকাতার উদ্দেশে উড়বে তাও স্পষ্ট নয়। গত বছর উত্তরপ্রদেশ থেকে ফেরার সময়ে এয়ার টার্বুল্যান্সের মধ্যে পড়েছিল মুখ্যমন্ত্রীর বিমান। প্রবল ঝাঁকুনি হয় হঠাত্ অনেকটা নেমে আসার জন্য। সেবারও খারাপ আবহাওয়ার কথা জানিয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ।