বিয়ের আসর সবেমাত্র বসেছে। হঠাত্ পেটের যন্ত্রণায় কাতর হয়ে পড়েন সেকেন্দ্রাবাদের কনে। হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিনই এক ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন তিনি। সব দেখে পাত্রের বাড়ির লোকজন বিয়ে ভেঙে দিলেন।
জানা গিয়েছে, কনের পরিবার জানতে যে তাদের মেয়ে ৭ মাসের অন্তঃসত্ত্বা। তা লুকিয়েই বিয়ের ব্যবস্থা করেছিল। পাত্রপক্ষকে জানিয়েছিল, কিছুদিন আগে মেয়ের পেটে একটা অপারেশন হয়েছে। তাই পেট তুলনায় মোটা। তবে বিয়ের আসরেই সব জানাজানি হওয়ার পরে আর দেরি করেনি পাত্রপক্ষ। সঙ্গে সঙ্গে বিয়ে ভাঙার সিদ্ধান্তের কথা জানিয়ে দেয়। তবে থানায় কোনও লিখিত অভিযোগ হয়নি।