দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি হাসপাতালে অপারেশন করে আইকিউ সিটি আবাসনের বাসিন্দা নিরু আগরওয়ালের ডিম্বাশয়ে থাকা বিশাল টিউমারটি বের করা হয়।প্রায় ২০ কেজি ওজনের বিশাল টিউমার।
বেশ কিছুদিন ধরে নিরু পেটের যন্ত্রণায় ভুগছিলেন। ২৭ জুন তিনি হাসপাতালের চিকিত্সক ইশা সুদ্রানিয়ার কাছে দেখাতে আসেন। প্রয়োজনীয় পরীক্ষার পরে জানা যায়, তাঁর ডিম্বাশয়ে টিউমার রয়েছে। তাঁকে ভর্তি করে নেওয়া হয় হাসপাতালে। চিকিত্সক ইশা সুদ্রানিয়ার তত্ত্বাবধানে তাঁর জরুরি ভিত্তিতে অপারেশন করা হয়। বের হয় বিশাল টিউমার। হাসপাতালের সিইও শতদল দত্ত বলেন, ”তিনি এখন সুস্থ আছেন। টিউমারটির ওজন প্রায় ২০ কেজি।”