ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

নিত্য প্রয়োজনীয় ২৩টি ওষুধের দাম বেঁধে দিল NPPA

নিত্য প্রয়োজনীয় ২৩টি ওষুধের দাম বেঁধে দিল NPPA
নিত্য প্রয়োজনীয় ২৩টি ওষুধের দাম বেঁধে দিল NPPA

কিছু কিছু ঔষধ আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় জিনিস।নিত্য প্রয়োজনীয় ২৩টি ওষুধের দাম বেঁধে দিল ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথোরিটি । মায়োব্যাকটেরিয়াম টিবির ওষুধ আইসোনিয়াজিডের সর্বোচ্চ দাম ১ টাকা ২৯ পয়সা। ব্যথা কমানোর ওষুধ যেমন ট্রিপসিন, ব্রোমেলেনের সর্বোচ্চ দাম ২০ টাকা ৫১ পয়সা।

ডায়াবেটিসের ওষুধ গ্লাইক্লাজাইড ইআর ও মেটফরমিন হাইড্রোক্লোরাইডের সর্বোচ্চ মূল্য রাখা হয়েছে ১০.০৩ টাকা। এর ফলে সুবিধা হবে ডায়াবেটিস রোগীদের। এছাড়া উচ্চ রক্তচাপের ওষুধ টেলমিসার্টান, ক্লোরথালিডন ও ক্লিনিডিপাইনের ক্ষেত্রে দাম বেঁধে দেওয়া হয়েছে ১৩.১৭ টাকা। এছাড়াও অ্যালার্জি সহ আরও কয়েকটি রোগের ওষুধের দাম বেঁধে দেওয়া হয়েছে।

Leave a Reply