ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

এবার নুসরতকে খোঁচা কমেডিয়ান মীরেরও ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয়েছে চর্চা

এবার নুসরতকে খোঁচা কমেডিয়ান মীরেরও ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয়েছে চর্চা
এবার নুসরতকে খোঁচা কমেডিয়ান মীরেরও ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয়েছে চর্চা
Rate this post

Bengaliportal: নিখিল জৈনকে বিয়ে করেননি। লিভ ইন সম্পর্কে ছিলেন। তাই বিবাহ বিচ্ছেদের প্রশ্নই উঠছে না। এমন বিবৃতির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রে নুসরত জাহান। আর সেই আলোচনার আগুনেই ঘৃতাহুতি দিলেন মীর! হ্যাঁ, ঠিকই পড়েছেন। কমেডিয়ানের হিউমার মিশ্রিত পোস্টে এখন কমেন্টের বন্যা বইছে।

এবার নুসরতকে খোঁচা কমেডিয়ান মীরেরও ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয়েছে চর্চা

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

সাম্প্রতিক বিষয়ে গা ভাসাতে বরাবরই ভালবাসেন মীর। তবে তাতেও থাকে টুইস্ট। হাস্যরসেই কখনও মিশে থাকে আক্রমণ তো তখনও তীব্র খোঁচা দেন। তাই তো হাজার পোস্টের ভিড়েও নজর কাড়ে তাঁর ভারচুয়াল দেওয়ালটিই। এবারও যার ব্যতিক্রম হল না। আক্ষরিক অর্থেই ‘খেলা’র ছলে কটাক্ষ করলেন নুসরতকে। পোস্টটি দেখলেই বুঝতে পারবেন। তা ঠিক কী লিখলেন অভিনেতা?

ইউরো কাপ (Euro 2020) নিয়ে উত্তেজনার পারদ চড়ছে ফুটবলপ্রেমীদের। শুরু হয়েছে রাত জাগার পালা। মীর নিজেও একজন ফুটবল ফ্যান। তাই টুর্নামেন্টে শুরুর দিন শুধু জানিয়েছিলেন, ইউরোর ম্যাচ দেখার জন্য তিনি কতখানি এক্সাইটেড। আর সেখানেই আলতো ভাষায় তীব্র খোঁচা দিয়ে রাখলেন নুসরতকে। মীর লেখেন, “ইউরো ২০২০ শুরু হল। ইটালির বিরুদ্ধে সেই দলের ম্যাচ যেখানে কোনও একজন বিয়ে করেছিলেন কিংবা করেননি।” সরাসরি তুরস্কের নাম না লিখে এভাবেই ইটালির প্রতিপক্ষ দেশের বর্ণনা দিয়েছেন তিনি। মীরের সেই পোস্ট ভাইরাল হতে একেবারেই বেশি সময় লাগেনি। অনেকেই মন্তব্য করে বুঝিয়ে দিয়েছেন, যেমন দক্ষ ও সূক্ষ্মভাবে নুসরতকে নিয়ে মশকরা করেছেন মীর, তা একজন ‘শিল্পী’র পক্ষেই সম্ভব। তাই তো ইটালির ম্যাচ অতীত হলেও এখনও চর্চায় মীরের এই পোস্ট।

Leave a Reply