বোকারো ইস্পাত কারখানায় ভয়াবহ আগুন।মাঝরাতে বিধ্বংসী আগুন লাগে। জানা গিয়েছে, গলন্ত ইস্পাত রাখার আধারে ফুটো হয়ে যায় এবং সেখান দিয়ে বেরোতে থাকে গলন্ত অগ্নিপিণ্ড! ক্রমশ আগুন ছড়িয়ে পড়তে থাকে। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন।
বহু চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সফল হন দমকল কর্মীরা। তবে হতাহতের কোনও খবর নেই।অন্যদিকে সকালে দুর্গাপুর ইস্পাত কারখানায় কর্মরত অবস্থায় এক ঠিকা শ্রমিকের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, মৃতের নাম তরুন চক্রবর্তী। বয়স ৫২ বছর। বাড়ি কুরুরিয়া ডাঙা। কাজ করতে করতে হঠাত্ অসুস্থ হয়ে পড়েন। প্ল্যান্ট মেডিক্যালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক।