ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধি পেতে চলেছে

Expensive allowances for central government employees are set to increase by 4 percent
Expensive allowances for central government employees are set to increase by 4 percent
Rate this post

Bengaliportal: বেশ কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছে, সপ্তম বেতন কমিশনে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা এবং পেনশনভোগীদের জন্য ‘ডিয়ারনেস রিলিফ’ বাড়তে পারে ৪ শতাংশ। এই বৃদ্ধি কার্যকর হতে পারে হোলির আগেই। ফলে ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং ৬১ লক্ষ পেনশন ভোগী এই সুবিধা পাবেন।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ১৭ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান। ৪ শতাংশ বাড়লে তা গিয়ে দাঁড়াবে ২১ শতাংশে। আবার এমনও রিপোর্টও সামনেএসেছে যে, শুধু মহার্ঘ ভাতাই নয়, ৪ শতাংশ বকেয়া অর্থ দেওয়া হতে পারে। সে ক্ষেত্রে মহার্ঘ ভাতা পৌঁছতে পারে ২৫ শতাংশে। যদিও এ বিষয়ে সরকারি ভাবে কোনও ঘোষণা করা হয়নি।

বাংলা সফরে এসে বৃহস্পতিবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন ক্ষমতায় এলে এ রাজ্যের সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন চালু করা হবে। সারা দেশে সপ্তম বেতন কমিশন কার্যকরী হলেও পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা সেই সুবিধা পাচ্ছেন না বলে দক্ষিণ ২৪ পরগনার নামখানার সভা থেকে ওই এই দাবি করেন তিনি। এর পরই বলেন, “রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে সরকারি কর্মীদের সপ্তম বেতন কমিশনের সুবিধা দেওয়া হবে।” বিশেষজ্ঞরা বলছেন, বেতন কমিশন এবং মহার্ঘ ভাতা নিয়ে এ রাজ্যের কর্মীদের মধ্যে অসন্তোষ রয়েছে। সেই ক্ষোভকে ভোটের বাক্সে কাজে লাগাতে সুকৌশলে সপ্তম বেতন কমিশনের বিষয়টি উস্কে দিলেন শাহ।

Leave a Reply