বেঙ্গলি পোর্টাল: ফোন পে (Phone Pay)-এর ক্যাশব্যাক অ্যাকাউন্টে ট্রান্সফারের নামে আর্থিক প্রতারণার অভিযোগ উঠল প্রতারণা চক্রের বিরুদ্ধে। ধাপে ধাপে বনগাঁর বাসিন্দা এক যুবকের অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গিয়েছে প্রায় ১০ হাজারেরও বেশি টাকা। ঘটনাটি ঘটে বনগাঁর রেলবাজার এলাকায় ইতিমধ্যেই গোটা বিষয়টি জানিয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন বলে জানা গিয়েছে।
❒ প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:
বনগাঁ রেলবাজার সাহাপাড়ার বাসিন্দা রাজা মুখোপাধ্যায় নামে ওই যুবক। আর্থিক লেনদেনের জন্য আর পাঁচজনের মতোই দীর্ঘদিন ধরে ফোন পে-অ্যাপটি ব্যবহার করতেন তিনি। জানা গিয়েছে, চলতি মাসের ৮ তারিখ ওই যুবকের কাছে একটি ফোন যায়। সেখানে বলা হয়, তাঁর ফোন পে-তে তিন হাজারের কিছু বেশি টাকা ক্যাশব্যাক জমে রয়েছে। তা যেন অবিলম্বে নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেন। একথা শোনার পর ফোনের ওপারে থাকা ব্যক্তির কাছে ওই ক্যাশব্যাকের অর্থ অ্যাকাউন্টে ট্রান্সফারের নিয়ম জানতে চান তিনি। রাজাকে গোটা পদ্ধতি বুঝিয়েও দেন ওই ব্যক্তি।
আরও পড়ুন: করোনা আবহে বন্ধ হতে চলেছে বিশ্বভারতীর ঐতিহ্যশালী পৌষমেলা
সেই পদ্ধতি মতো ক্যাশব্যাক ট্রান্সফার করতে গেলেই ধাপে ধাপে রাজার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয় ১০ হাজার তিনশো দশ টাকা। তখনই রাজা বুঝতে পারেন প্রতারণা চক্রের ফাঁদে পা দিয়েছেন তিনি। এরপরই পুলিশের দ্বারস্থ হন। পুলিশের তরফে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।