ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

এবার তেজস্বী সূর্যকে তীব্র আক্রমণ সাংসদ নুসরত জাহানের

এবার তেজস্বী সূর্যকে তীব্র আক্রমণ সাংসদ নুসরত জাহানের
এবার তেজস্বী সূর্যকে তীব্র আক্রমণ সাংসদ নুসরত জাহানের
Rate this post

বেঙ্গলি পোর্টাল: এবার টুইটারে তেজস্বী সূর্যকে কড়া ভাষায় বিঁধলেন তৃণমূল সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান। তিনি লিখলেন, ”হাস্যকর কথাবার্তা বন্ধ করে নিজে আয়নার সামনে গিয়ে দাঁড়ান, দেখুন কারা আসল ফ্যাসিস্ট। ২০১৪ সাল থেকে দেশকে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে আপনার বস (BJP)।”

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

৮ অক্টোবর, বিজেপি যুব মোর্চার নবান্ন অভিযান চলাকালীন রীতিমত রণক্ষেত্র হয়ে উঠেছিল রাজ্যের প্রশাসনিক ভবন সংলগ্ন এলাকা। কোভিড বিধি ভঙ্গ করেই বিশাল জনসমাবেশে স্বাভাবিকভাবেই বাধা দেয় পুলিশ। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের হাতাহাতি বেঁধে যায়। জনতাকে ছত্রভঙ্গ করতে চলে জলকামান, করা হয় লাঠিচার্জ। যুব মোর্চার বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। অভিযান শেষে সাংবাদিক বৈঠকে বসে, এই বৈঠকে অভিযোগ করা হয় ”জলের সঙ্গে রাসায়নিক মিশিয়ে আমাদের গায়ে স্প্রে করা হচ্ছিল। ওতে করোনার জীবাণু বা তার থেকেও খারাপ কিছু ছিল।”

আরও পড়ুন: সোহম-শ্রাবন্তীর সুপারহিট জুটি পা প্রথম রাখতে চলেছে ওয়েব সিরিজের দুনিয়ায়

এরপরই টুইটারে তেজস্বী সূর্যকে পালটা আক্রমণের পথে হাঁটেন তৃণমূল সাংসদ নুসরত জাহান। বারবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ‘স্বৈরতন্ত্রী’, ‘ফ্যাসিস্ট’ বলার পালটা জবাব পেতে হয় বিজেপি যুব মোর্চার সর্বভারতীয় সভাপতিকে। নুসরত তাঁকে প্রায় চোখে আঙুল দিয়ে বোঝানোর চেষ্টা করেন, কারা আসল ফ্যাসিস্ট। আর তেজস্বীকে খোঁচা দিয়ে নুসরাত বলেন, ”এরাই আপনার বস।” তাই বলাই যায় এই টলি তারকা তার ক্ষোভ উগরে দিয়েছেন তেজস্বীর বিরুদ্ধে।

Leave a Reply