ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

গ্রিড-ইন্ডিয়ায় প্রচুর কর্মী নিয়োগ 2024 | Grid India Recruitment 2024

Grid India Recruitment 2024
Grid India Recruitment 2024
Rate this post

গ্রিড-ইন্ডিয়ায় প্রচুর কর্মী নিয়োগ 2024 | Grid India Recruitment 2024: রাজ্যে গ্রিড ইন্ডিয়ার তরফে জারি হয়েছে নিয়োগ। যেসব চাকরি প্রার্থী দীর্ঘদিন ধরে ভালো কোনো চাকরির খোঁজ করছেন এবং চাকরির আশায় থেকে থেকে বেকার সমস্যায় জর্জরিত তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ এটি। যেকোনো প্রান্ত থেকে অনায়াসেই এখানে আবেদন জানাতে পারবেন। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।

গ্রিড-ইন্ডিয়ায় প্রচুর কর্মী নিয়োগ 2024 | Grid India Recruitment 2024

নিয়োগকারী সংস্থাগ্রিড কন্ট্রোলার অফ ইন্ডিয়া লিমিটেড (Grid Corporation of India Limited)
পদের নামগ্রাজুয়েট ট্রেড অ্যাপ্রেন্টিস
শিক্ষাগত যোগ্যতাযেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক পাশ
প্রার্থীর বয়সসীমা18 থেকে 28 বছর
মাসিক বেতন15,000/- টাকা (স্টাইপেন্ড)
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের সময়সীমা25 জানুয়ারি, 2024

গ্রিড-ইন্ডিয়ায় প্রচুর কর্মী নিয়োগ 2024 | Grid India Recruitment 2024

গ্রিড-ইন্ডিয়ায় প্রচুর কর্মী নিয়োগ 2024 নিয়োগকারী সংস্থা

গ্রিড ইন্ডিয়া অর্থাৎ, গ্রিড কন্ট্রোলার অফ ইন্ডিয়া লিমিটেড এর তরফে রাজ্যে এই নিয়োগ হবে।

Grid India Recruitment 2024 পদের নাম

এই নিয়োগের মধ্য দিয়ে গ্রাজুয়েট ট্রেড অ্যাপ্রেন্টিস পদে নেওয়া হবে কর্মী। সেক্ষেত্রে প্রার্থীদের ইলেকট্রিক্যাল শাখায় নিযুক্ত করা হবে।

গ্রিড-ইন্ডিয়ায় প্রচুর কর্মী নিয়োগ 2024 শিক্ষাগত যোগ্যতা

যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক পাশ করে থাকতে হবে।

Grid India Recruitment 2024 প্রার্থীর বয়সসীমা

18 থেকে 28 বছর বয়সের মধ্যে যেকেউ আবেদন যোগ্য। রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হয়েছে।

গ্রিড-ইন্ডিয়ায় প্রচুর কর্মী নিয়োগ 2024 মাসিক বেতন

নিযুক্ত প্রার্থীদের মাসিক বেতন তথা স্টাইপেন্ড হিসাবে 15,000/- টাকা করে প্রদান করা হবে।

Grid India Recruitment 2024 আবেদন পদ্ধতি

অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।

1. অনলাইন আবেদনের লিংকে ক্লিক করে নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপ করুন।

2. নিজের নাম, মোবাইল নম্বর, ইমেল, শিক্ষাগত যোগ্যতা, বয়স, ঠিকানা ইত্যাদি তথ্য দেবেন।

3. রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি এক এক করে আপলোড করবেন।

4. সবার শেষে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করে তার প্রিন্ট আউট কপি বের করে যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সমেত সেগুলি একসঙ্গে যুক্ত করে নিন।

5. এগুলি এবার স্ক্যান করে নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ইমেল এড্রেসে পাঠাতে হবে।

গ্রিড-ইন্ডিয়ায় প্রচুর কর্মী নিয়োগ 2024 আবেদনের সময়সীমা

আগামী 25 জানুয়ারি, 2024 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন।

Important Links

Official NotificationClick Here
Official WebsiteClick Here
Apply OnlineClick Here

Leave a Reply