ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে গ্রুপ-সি কর্মী নিয়োগ 2024 | District Magistrate Office Group-C Recruitment 2024

District Magistrate Office Group-C Recruitment 2024
District Magistrate Office Group-C Recruitment 2024
Rate this post

ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে গ্রুপ-সি কর্মী নিয়োগ 2024 | District Magistrate Office Group-C Recruitment 2024: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! বাঁকুড়া জেলার L & LR এবং R R & R অফিসে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস থেকে একটি অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হয়েছে। চুক্তি ভিত্তিক পদে এখানে নিয়োগ করা হবে। কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।

Table of Contents

ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে গ্রুপ-সি কর্মী নিয়োগ 2024 | District Magistrate Office Group-C Recruitment 2024

পদক্লারিকাল পোস্ট গ্রুপ-সি (Clerical Post Group-C)
মোট শূন্যপদমোট 100 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে
যোগ্যতাসরকারি কর্মী হতে হবে
বয়সসীমাসর্ব্বোচ 64 বছরের মধ্যে
বেতনক্রমমাসিক 10,000 টাকা করে বেতন হিসেবে পাবেন
নিয়োগ প্রক্রিয়াইন্টারভিউ
আবেদন প্রক্রিয়াঅফলাইন
আবেদন জমা দেওয়ার ঠিকানাBankura Collectorate অফিসের গ্রাউন্ড ফ্লোরে থাকা ড্রপ বক্সে আবেদনপত্রটি জমা করতে হবে
আবেদনের সময়সীমা05/01/2024
ইন্টারভিউয়ের তারিখ15/01/2024
ইন্টারভিউয়ের স্থানOffice Chamber of Addi. District Magistrate (Gen.) Bankura

ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে গ্রুপ-সি কর্মী নিয়োগ 2024 | District Magistrate Office Group-C Recruitment 2024

ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে গ্রুপ-সি কর্মী নিয়োগ 2024 পদ

ক্লারিকাল পোস্ট গ্রুপ-সি (Clerical Post Group-C)

District Magistrate Office Group-C Recruitment 2024 মোট শূন্যপদ

এখানে মোট 100 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে গ্রুপ-সি কর্মী নিয়োগ 2024 যোগ্যতা

এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই অবসরপ্রাপ্ত সরকারি কর্মী হতে হবে।

District Magistrate Office Group-C Recruitment 2024 বয়সসীমা

সর্ব্বোচ 64 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।

ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে গ্রুপ-সি কর্মী নিয়োগ 2024 বেতনক্রম

এই পদের জন্য প্রার্থীরা মাসিক 10,000 টাকা করে বেতন হিসেবে পাবেন।

District Magistrate Office Group-C Recruitment 2024 নিয়োগ প্রক্রিয়া

এখানে শর্ট লিস্টেড প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করে নিয়োগ করা হবে।

ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে গ্রুপ-সি কর্মী নিয়োগ 2024 আবেদন প্রক্রিয়া

এখানে আবেদন করতে হবে অফলাইনে। এখানে ফর্মের সাথে দেওয়া আবেদনপত্রটি প্রিন্ট করে , তা ভরতি করতে হবে এবং অন্যান্য প্রয়োজনীয় নথি অর্থাৎ, পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা সংযুক্ত করতে হবে। এরপর নিজেদের পাসপোর্ট সাইজের ছবি এবং সাইন সঠিক জায়গায় বসিয়ে আবেদনপত্রের ফর্মটি পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে নীচের ঠিকানায়।

District Magistrate Office Group-C Recruitment 2024 আবেদন জমা দেওয়ার ঠিকানা

Bankura Collectorate অফিসের গ্রাউন্ড ফ্লোরে থাকা ড্রপ বক্সে আবেদনপত্রটি জমা করে আসতে হবে।

ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে গ্রুপ-সি কর্মী নিয়োগ 2024 আবেদনের সময়সীমা

05/01/2024 তারিখ পর্যন্ত এখানে আবেদন করা যাবে।

District Magistrate Office Group-C Recruitment 2024 ইন্টারভিউয়ের তারিখ

15/01/2024 তারিখ।

ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে গ্রুপ-সি কর্মী নিয়োগ 2024 ইন্টারভিউয়ের স্থান

Office Chamber of Addi. District Magistrate (Gen.) Bankura

Important Links

অফিসিয়াল নোটিশ: Download

আবেদন করার ফর্ম: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

Leave a Reply