ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে গ্রুপ-সি কর্মী নিয়োগ 2024 | District Magistrate Office Group-C Recruitment 2024: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! বাঁকুড়া জেলার L & LR এবং R R & R অফিসে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস থেকে একটি অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হয়েছে। চুক্তি ভিত্তিক পদে এখানে নিয়োগ করা হবে। কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।
ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে গ্রুপ-সি কর্মী নিয়োগ 2024 | District Magistrate Office Group-C Recruitment 2024
পদ | ক্লারিকাল পোস্ট গ্রুপ-সি (Clerical Post Group-C) |
---|---|
মোট শূন্যপদ | মোট 100 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে |
যোগ্যতা | সরকারি কর্মী হতে হবে |
বয়সসীমা | সর্ব্বোচ 64 বছরের মধ্যে |
বেতনক্রম | মাসিক 10,000 টাকা করে বেতন হিসেবে পাবেন |
নিয়োগ প্রক্রিয়া | ইন্টারভিউ |
আবেদন প্রক্রিয়া | অফলাইন |
আবেদন জমা দেওয়ার ঠিকানা | Bankura Collectorate অফিসের গ্রাউন্ড ফ্লোরে থাকা ড্রপ বক্সে আবেদনপত্রটি জমা করতে হবে |
আবেদনের সময়সীমা | 05/01/2024 |
ইন্টারভিউয়ের তারিখ | 15/01/2024 |
ইন্টারভিউয়ের স্থান | Office Chamber of Addi. District Magistrate (Gen.) Bankura |
ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে গ্রুপ-সি কর্মী নিয়োগ 2024 | District Magistrate Office Group-C Recruitment 2024
ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে গ্রুপ-সি কর্মী নিয়োগ 2024 পদ
ক্লারিকাল পোস্ট গ্রুপ-সি (Clerical Post Group-C)
District Magistrate Office Group-C Recruitment 2024 মোট শূন্যপদ
এখানে মোট 100 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে গ্রুপ-সি কর্মী নিয়োগ 2024 যোগ্যতা
এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই অবসরপ্রাপ্ত সরকারি কর্মী হতে হবে।
District Magistrate Office Group-C Recruitment 2024 বয়সসীমা
সর্ব্বোচ 64 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।
ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে গ্রুপ-সি কর্মী নিয়োগ 2024 বেতনক্রম
এই পদের জন্য প্রার্থীরা মাসিক 10,000 টাকা করে বেতন হিসেবে পাবেন।
District Magistrate Office Group-C Recruitment 2024 নিয়োগ প্রক্রিয়া
এখানে শর্ট লিস্টেড প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করে নিয়োগ করা হবে।
ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে গ্রুপ-সি কর্মী নিয়োগ 2024 আবেদন প্রক্রিয়া
এখানে আবেদন করতে হবে অফলাইনে। এখানে ফর্মের সাথে দেওয়া আবেদনপত্রটি প্রিন্ট করে , তা ভরতি করতে হবে এবং অন্যান্য প্রয়োজনীয় নথি অর্থাৎ, পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা সংযুক্ত করতে হবে। এরপর নিজেদের পাসপোর্ট সাইজের ছবি এবং সাইন সঠিক জায়গায় বসিয়ে আবেদনপত্রের ফর্মটি পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে নীচের ঠিকানায়।
District Magistrate Office Group-C Recruitment 2024 আবেদন জমা দেওয়ার ঠিকানা
Bankura Collectorate অফিসের গ্রাউন্ড ফ্লোরে থাকা ড্রপ বক্সে আবেদনপত্রটি জমা করে আসতে হবে।
ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে গ্রুপ-সি কর্মী নিয়োগ 2024 আবেদনের সময়সীমা
05/01/2024 তারিখ পর্যন্ত এখানে আবেদন করা যাবে।
- আরও পড়ুন: পশ্চিমবঙ্গে ডিস্ট্রিক্ট কো অর্ডিনেটর নিয়োগ 2024
- আরও পড়ুন: ফার্টিলাইজার ও কেমিক্যাল লিমিটেডে প্রচুর কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মিনিস্ট্রি অফ ইনফরমেশন ও ব্রডকাস্টিং এ প্রচুর কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে পৌরসভায় ক্লার্ক নিয়োগ 2024
- আরও পড়ুন: স্বাস্থ্য দপ্তরে অ্যাকাউন্ট ম্যানেজার নিয়োগ 2024
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে ডাক বিভাগে গ্রুপ সি কর্মী নিয়োগ 2024
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে সেন্ট্রাল ব্যাংকে কর্মী নিয়োগ 2024
District Magistrate Office Group-C Recruitment 2024 ইন্টারভিউয়ের তারিখ
15/01/2024 তারিখ।
ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে গ্রুপ-সি কর্মী নিয়োগ 2024 ইন্টারভিউয়ের স্থান
Office Chamber of Addi. District Magistrate (Gen.) Bankura
Important Links
অফিসিয়াল নোটিশ: Download
আবেদন করার ফর্ম: Download
অফিসিয়াল ওয়েবসাইট: Click Here