Bengaliportal: এবার রাজ্যে পাবলিক সার্ভিস কমিশ – এর পরীক্ষার মাধ্যমে জল সম্পদ দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। খুব শ্রীঘ্রই আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে। চলতি সপ্তাহের 16 তারিখ থেকেই এই পদের জন্য আবেদন করা যাবে। এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে ভূতত্ত্ব বা অ্যাপ্লাইড ভূতত্ত্ব নিয়ে সেকেন্ড ক্লাসে স্নাতক হতে হবে যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে।
❒ প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:
অফিসিয়াল ওয়েবসাইটেরঃ https://wbpsc.gov.in
অফিসিয়াল নোটিফিকেশন: ক্লিক করুন
আবেদন শুরুঃ 16/12/2020
আবেদনের শেষ তারিখঃ 5/01/2021
বেতনঃ 33,400- 86,100 (Level- 11) মাসিক বেতন দেওয়া হবে।
মােট শূন্যপদঃ 7 টি শূন্যপদ আছে।
বয়সঃ আবেদনকারীর বয়স ৩৯ বছরের মধ্যে বয়স হতে হবে।
আবেদন মূল্যঃ ১৬০ টাকা।
আরও পড়ুন: রাজ্যে পরিবেশ দপ্তরে শূন্যপদে নিয়োগ, যোগ্যতা মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক