ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

মেয়েদের বিবাহে এবার ১০ গ্রাম সোনার গহনা দেবে অসম সরকার

মেয়েদের বিবাহে এবার ১০ গ্রাম সোনার গহনা দেবে অসম সরকার
মেয়েদের বিবাহে এবার ১০ গ্রাম সোনার গহনা দেবে অসম সরকার

Bengaliportal: এবার মেয়েদের বিবাহে সোনার গহনা দেবে সরকার। বর্তমান পরিস্থিতিতে সোনার দামে উত্থান-পতন লেগেই আছে। এদিকে বিবাহ হোক কিংবা অন্নপ্রাশন, বিবাহ বার্ষিকী কিংবা জন্মদিন, যেকোনো শুভদিনে সোনা অত্যন্ত শুভ ধাতু হিসেবে গণ্য করা হয়। বিশেষত বিবাহ অনুষ্ঠানে কনেকে সোনার সাজে সাজাতে না পারলে কনে পক্ষের যেন মন ভরে না। কিন্তু বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি সকলের পক্ষেই তো আর সোনা কেনা সম্ভব নয়।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

মেয়ের বিয়ে উপলক্ষে সোনা কিনতে সাধারণকে যাতে ঘটিবাটি বন্ধক না রাখতে হয়, আবার মানুষের আবেগ যাতে ক্ষুন্ন না হয়, সে উদ্দেশ্যেই অসম সরকার মেয়েদের বিয়ে উপলক্ষে ১০ গ্রাম সোনার গহনা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। এই পরিকল্পনা বাস্তবায়িত করতে অসম সরকারের তরফ থেকে গৃহীত প্রকল্পের নাম রাখা হয়েছে “অরুন্ধতী গোল্ড স্কিম”। এই স্কিমের আওতায় অংশগ্রহণকারীদের একাউন্টে সরাসরি দশগ্রাম সোনার সমতুল্য টাকা প্রদান করা হবে।

এই “অরুন্ধতী গোল্ড স্কিম” পাওয়ার নিদিষ্ট কিছু শর্ত আরোপ করেছে সরকার-

  1. মেয়ের বয়স কমপক্ষে ১৮ বছরের উর্ধ্বে হতে হবে।
  2. রেজিস্ট্রি ম্যারেজ বাধ্যতামূলক।
  3. স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্ট ১৯৫৪ অনুযায়ী বিয়ে রেজিস্টার্ড হতে হবে। রেজিস্ট্রেশনের দিনেই এই প্রকল্পের জন্য আবেদন করা যেতে পারে।
  4. পরিবারের মোট বার্ষিক আয় ৫ লক্ষ টাকার কম হতে হবে।
  5. বরের নূন্যতম বয়স ২১ বছর হতে হবে।

আরও পড়ুন: এবার নতুন রূপে রঙিন সচিত্র ভোটার কার্ড

এই “অরুন্ধতী গোল্ড স্কিম” আবেদন প্রক্রিয়া:

revenueassam.nic.in এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। এরপর ফর্মের প্রিন্ট আউট বের করে তা জমা করতে হবে। ফর্ম জমা দেওয়ার পর একটি রশিদ পাওয়া যাবে। পাশাপাশি নথিভূক্ত নম্বরে মেসেজ পাঠিয়ে আবেদন প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে কি না জানিয়ে দেওয়া হবে। এই আবেদন একবার ধার্য হয়ে গেলেই ফর্মে উল্লিখিত অ্যাকাউন্ট নম্বরে প্রয়োজনীয় অর্থ পাঠিয়ে দেওয়া হবে। মেয়েদের বিবাহে এভাবেই পাশে থাকছে অসম সরকার।

Leave a Reply