ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

এবার নতুন রূপে রঙিন সচিত্র ভোটার কার্ড

এবার নতুন রূপে রঙিন সচিত্র ভোটার কার্ড
এবার নতুন রূপে রঙিন সচিত্র ভোটার কার্ড

বেঙ্গলি পোর্টাল: এবার নতুন রূপে রঙিন সচিত্র ভোটার কার্ড চালু করতে চলছে মোদি সরকার। ভোটার কার্ড আর সাদাকালো নয়। ডিজিটাল ভারত গড়তে মোদি সরকারের এটি অন্যতম পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

এই নতুন ভোটার কার্ডে পুরোনো এপিক নম্বরের পাশাপাশি থাকছে ১০ সংখ্যার আইডি নম্বর এবং একটি বারকোডও। যেটি স্ক্যান করলেই মিলবে ভোটারের যাবতীয় তথ্য। আগের কার্ডে রয়েছে একটি গোপন নম্বর যেটিকে খালি চোখে দেখা যায় না। ফলে এটি নকল করা অসম্ভব বলেই জানা যাচ্ছে। ফলে এটি আগের ভোটার কার্ডের তুলনায় অনেক বেশী সুরক্ষিত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: “চপ্পল ফেরান”, স্লোগান উঠছে কেন্দ্রের নয়া কৃষি আইনের প্রতিবাদ বিক্ষোভে

জানা যাচ্ছে সারা রাজ্যেই খুব শীঘ্রই এই নতুন ভোটার কার্ড দেওয়ার কাজ শুরু হবে। তবে এক্ষুনি পুরোনো ভোটাররা এই কার্ড পাবে না।

Leave a Reply