ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

“চপ্পল ফেরান”, স্লোগান উঠছে কেন্দ্রের নয়া কৃষি আইনের প্রতিবাদ বিক্ষোভে

"চপ্পল ফেরান", স্লোগান উঠছে কেন্দ্রের নয়া কৃষি আইনের প্রতিবাদ বিক্ষোভে

বেঙ্গলি পোর্টাল: কেন্দ্রের নতুন কৃষি আইনের প্রতিবাদ বিক্ষোভে মোদী সরকারের বিরুদ্ধে চপ্পল চুরির অভিযোগ তুললেন এক কৃষকনেত্রী। তিনি যাতে চলতি কৃষক আন্দোলনের সামিল হতে না-পারেন সেই জন্যই চপ্পল চুরি করা হয়েছে বলে তাঁর অভিযোগ। ঠাকুর গীতা ভারতী নামে ওই কৃষকনেত্রীর হুঁশিয়ারি, চপ্পল তিনি আদায় করেই ছাড়বেন। তাঁর অভিযোগের ভিডিয়োটি রীতিমতো শোরগোল ফেলেছে নেট দুনিয়ায়।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লি সীমানায় লাগাতার বিক্ষোভ দেখাচ্ছেন লক্ষাধিক কৃষক, ও কৃষক সংগঠনগুলি। সেই বিক্ষোভে যোগ দিচ্ছেন পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ-সহ দেশের বিভিন্ন রাজ্যের কৃষকেরা। সেই বিক্ষোভস্থল থেকে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন কিসান একতা সঙ্ঘের মহিলা মোর্চার সভাপতি ঠাকুর গীতা ভারতী। তিনি বলেন, ‘‘পুলিশ প্রশাসন এবং সরকার চক্রান্ত করে আমার চপ্পল চুরি করেছে। আমি যাতে কৃষক আন্দোলনে যোগ দিতে না-পারি, সেই জন্যই এই কাজ করেছে। কিন্তু আমাকে এ ভাবে দমিয়ে রাখা যাবে না। খালি পায়ে-ই লড়াই করব। যারা আমার চপ্পল চুরি করেছে, তাদের বিরুদ্ধে এফআইআর করব। এখনকার মতো, যা হোক করে এক জোড়া জুতোর ব্যবস্থা করেছি। কিন্তু সরকারকে ওই চপ্পল ফেরত দিতেই হবে।’’

আরও পড়ুন: প্রায় ৫০ লক্ষের বেশি কৃষককে বিমার আওতায় আনতে চলেছে রাজ্য সরকার

উল্লেখ্য, নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লি সীমানায় লাগাতার বিক্ষোভ দেখাচ্ছেন লক্ষাধিক কৃষক, ও কৃষক সংগঠনগুলি। সেই বিক্ষোভে যোগ দিচ্ছেন পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ-সহ দেশের বিভিন্ন রাজ্যের কৃষকেরা।

Leave a Reply