India Post Recruitment 2023: ভারতীয় ডাক (India Post) বিভাগে মোটা অঙ্কের বেতনে (Sarkari Naukri) চাকরির সুযোগ। মেকানিক, এমভি ইলেকট্রিশিয়ান, কপার এবং টিনস্মিথ এবং আপহোলস্টার সহ বিভিন্ন ট্রেন্ডে দক্ষ কারিগর পদে নিয়োগ করবে ভারতীয় ডাক (India Post Recruitment 2023) বিভাগ।
পদের জন্যে ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের অবিলম্বে এই পদের জন্য আবেদন করতে বলা হয়েছে। কীভাবে কোথায় আবেদন করবেন সমস্ত তথ্য এই প্রতিবেদনে আলোচনা করা হল।
অবিলম্বে এই শূন্যপদে আবেদনের জন্যে বলা হয়েছে
ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের অবিলম্বে এই শূন্যপদে আবেদনের জন্যে বলা হয়েছে। তবে এই শূন্যপদে আবেদনের জন্য অনলাইনের (India Post Recruitment 2023) মাধ্যমে তা করতে হবে। এজন্যে India Post-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে। এজন্যে এই লিঙ্কে- indiapost.gov.in ক্লিক করতে বলা হয়েছে। এছাড়াও এই লিঙ্কে- https://www.indiapost.gov.in/vas/Pages– ক্লিক করেও এই পদের জন্যে আবেদন করা যাবে।
India Post Recruitment 2023 কত শূন্যপদে নিয়োগ
মোট সাতটি শূন্যপদের জন্যে ভারতীয় পোস্ট (India Post এই নিয়োগ করবে। আবেদনের আগে ভালো করে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি (India Post Recruitment 2023) পড়ে নিতে হবে। এজন্যে এই লিঙ্কে- India Post Recruitment 2023 Notification PDF ক্লিক করতে বলা হয়েছে। তবে মাথায় রাখতে হবে এই শুন্যপদে আবেদনের শেরষ তারিখ আগামী ৯ জানুয়ারি পর্যন্ত।
কোন কোন পদের জন্যে এই নিয়োগ
নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি অনুযায়ী ভারতীয় পোস্টের (India Post Recruitment 2023) মোট ৭টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। যার মধ্যে এমবি ম্যাকানিক হিসাবে ৪ জনকে নিয়োগ করা হবে। এমভি ইলেকট্রিশিয়ান (স্কিল্ড) হিসাবে একজনকে নিয়োগ করা হবে। টিনস্মিথ এবং আপহোলস্টার হিসাবে একজন করে এই নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে।
India Post Recruitment 2023 শিক্ষাগত যোগ্যতা
যে কোনও মান্যতা প্রাপ্ত বোর্ড থেকে ক্লাস ৮ পাশ করতেই হবে আবেদনকারীকে। এর পাশাপাশি সরকার কর্তৃক স্বীকৃত যেকোনো কারিগরি প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে একটি সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আবেদনকারীর কাছে। নুন্যতম ১৮ বছর বয়স থেকে এই শূন্যপদের জন্যে আবেদন করতে বলা হয়েছে। তবে সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত এই পদের জন্যে আবেদন করতে বলা হয়েছে।
কীভাবে বেছে নেওয়া হবে
কম্পারেটিভ পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীকে (India Post Recruitment 2023) বেছে নিতে হবে। যোগ্য প্রার্থীকে মোটা অঙ্কের বেতন দেওয়া হবে বলে জানানো হয়েছে।
India Post Recruitment 2023 জরুরি তথ্য
আবেদনকারীর আবেদন ‘দ্য সিনিয়র ম্যানেজার (জেএজি), মেইল মোটর সার্ভিস, নং 37, গ্রীমস রোড, চেন্নাই- 600 006’ এই ঠিকানাতে পাঠাতে হবে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে ভালো করে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।