ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

মেট্রো রেল কর্পোরেশনে (MMRCL) প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ 2023 – Metro Rail Corporation Limited Recruitment 2023

Metro Rail Corporation Limited Recruitment 2023
Metro Rail Corporation Limited Recruitment 2023

MMRCL Recruitment 2023, Mumbai Metro Rail Corporation Limited: মেট্রো রেলে চাকরি পাওয়ার ক্ষেত্রে দারুন সুযোগ। মহারাষ্ট্র মেট্রো রেল কর্পোরেশনে (MMRCL) এ চাকরি পাওয়ার দারুন সুযোগ। একাধিক শূন্যপদের জন্য (Sarkari Naukri) এই নিয়োগ করা হবে।

জেনারেল ম্যানেজার, ম্যানেজার, ডিপুটি টাউন প্ল্যানার, ডিপুটি ইঞ্জিনিয়ার সহ একাধগিক শূন্যপদের জন্য এই নিয়োগ (MMRCL Recruitment 2023) করা হবে। যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের দ্রুত এই শূন্যপদের জন্য নিয়োগ করতে বলা হয়েছে।

পাঁচ ডিসেম্বর থেকে এই শূন্যপদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু

গত পাঁচ ডিসেম্বর থেকে এই শূন্যপদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। তবে মহারাষ্ট্র মেট্রো রেল কর্পোরেশনে (MMRCL) এ চাকরি পেতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে। এজন্যে MMRCL-এ অফিসিয়াল ওয়েবসাইটের (MMRCL Recruitment 2023) মাধ্যমে এই পদের জন্য আবেদন করতে বলা হয়েছে। এজন্যে এই লিঙ্কে mmrcl.com ক্লিক করতে বলা হয়েছে। এছাড়াও এই লিঙ্কে https://mmrcl.com/– ক্লিক করেও এই পদের জন্যে আবেদন করা যাবে।

১৮ টি শূন্যপদের জন্য কর্মী নিয়োগ

মেট্রো প্রায় ১৮ টি শূন্যপদের জন্য কর্মী নিয়োগ করবে। তবে আবেদনের আগে ভালো ভাবে নিয়োগ সংক্রান্ত (MMRCL Recruitment 2023) বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্যে এই লিঙ্কে- MMRCL Recruitment 2023 Notification PDF ক্লিক করতে বলা হয়েছে। মাথায় রাখতে হবে এই পদের জন্যে আবেদন করতে হলে তা করতে হবে আগামী ১৮ জানুয়ারির মধ্যে। ফলে দেরি না করে আজই এই পদের জন্যে আবেদন করতে বলা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

এই বিষয়ে বিস্তারিত ভাবে (MMRCL) বলা হয়েছে নিয়োগ সংক্রান্ত (MMRCL Recruitment 2023) বিজ্ঞপ্তিটিতে। তবে যে শূন্যপদে এই নিয়োগ (Recruitment 2023) করা সেই সংশ্লিষ্ট পড়াশুনা থাকতে হবে। নুন্যতম ১৮ বছর থেকে এই পদের জন্যে আবেদন করা যাবে। তবে অভিজ্ঞতার ভিত্তিতে এই পদের জন্যে নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে।

কতগুলি শূন্যপদে নিয়োগ

মোট ১৮টি (MMRCL Recruitment 2023) শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে। যার মধ্যে জেনারেল ম্যানেজার (অ্যাকাউন্টস) হিসাবে ১ টি শূন্যপদ। ডিপুটি জেনারেল ম্যানেজার (সিগ্রল এন্ড টেলিকম) পদে ১টি শূন্যপদ। ডেপুটি জেনারেল ম্যানেজার ( ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট) ১টি শূন্যপদ। অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হিসাবে একজনকে নিয়োগ করা হবে। অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (টিপি) হিসাবে তিনজনকে নিয়োগ করা হবে। ডিপুটি টাউন প্ল্যানার হিসাবে ২জনকে নিয়োগ করা হবে। ডিপুটি জেনারেল হিসাবে বেশ কয়েকজনকে নিয়োগ করা হবে। তবে তাঁদের বিভাগ আলাদা। এছাড়াও অ্যাসিটেন্ট ম্যানেজার এবং জুনিয়ার ম্যানেজার পোস্টেও বেশ কয়েকজনকে নিয়োগ করবে মহারাষ্ট্র মেট্রো রেল কর্পোরেশনে (MMRCL)।

Leave a Reply