ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

আমাদের রক্ত বেচে আত্মনির্ভর ভারত হবে গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে মোদিকে তোপ মিমির

আমাদের রক্ত বেচে আত্মনির্ভর ভারত হবে গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে মোদিকে তোপ মিমির
আমাদের রক্ত বেচে আত্মনির্ভর ভারত হবে গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে মোদিকে তোপ মিমির

Bengaliportal: ছিল ৬৯৫ টাকা, হল ৮৪৫ টাকা। ভোটের উত্তাপ যত না বেড়েছে, তার থেকে বেশি বেড়েছে মধ্যবিত্তের রান্নাঘরের আগুনের আঁচ। আর তা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একহাত নিলেন অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী। টুইটারে লিখলেন, “আজ সকালে বাড়ির দরজায় LPG আসতেই আমার তো ভিরমি খাওয়ার জোগাড়। কেয়া হুয়া তেরা ওয়াদা? আমাদের রক্ত বেচে কি ভারতবর্ষ আত্মনির্ভর হবে?”

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

ফেব্রুয়ারি মাসের ৪, ১৫ ও ২৪ তারিখ ক্রম পর্যায়ে গ্যাসের দাম বেড়েছে। গত রবিবার আবার ২৫ টাকা বেড়ে গিয়েছে দাম। পয়লা মার্চ থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। তাতেই মধ্যবিত্তের মাথায় হাত পড়েছে। এমনিতেই জিনিসপত্রের দাম উত্তরাত্তোর বেড়ে চলেছে। পেট্রল-ডিজেলের দামও উর্দ্ধমুখী। এমন পরিস্থিতিতেই গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। কটাক্ষ করে টুইট করেছেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহানও। টুইটারে তিনি লিখেছেন, “প্রধানমন্ত্রী মোদি শুধুমাত্র একটি কথা রাখতেই সক্ষম, ক্রমাগত আম আদমির জীবন দুর্বিষহ করা, আর ভোগান্তির মধ্যে ফেলা। রান্নার গ্যাসের দাম চার মাসে ৬৯৫ টাকা থেকে ৮৪৫ টাকা হয়ে গিয়েছে। কখনও মুখ খুলবেন নরেন্দ্র মোদিজি?”

বিদ্রুপের মাধ্যমে রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া সায়নী ঘোষ। প্লেট ভরতি স্যালাডের ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “কেন্দ্র যখন LPG-র দাম বাড়িয়ে দেয়, স্যালাড তৈরি করে ফেলুন!”

Leave a Reply