ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

সুখবর, কলকাতা থেকে NJP যাওয়ার একগুচ্ছের ট্রেন দিল ভারতীয় রেল

সুখবর, কলকাতা থেকে NJP যাওয়ার একগুচ্ছের ট্রেন দিল ভারতীয় রেল
Rate this post

[ad_1]

সুখবর, কলকাতা থেকে NJP যাওয়ার একগুচ্ছের ট্রেন দিল ভারতীয় রেল

নিজস্ব প্রতিবেদন : এমনিতেই বাঙ্গালীদের বলা হয়ে থাকে ভ্রমণ পিপাসু। একটু সুযোগ পেলেই তারা বাড়ি থেকে বের হয়ে যান বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর জন্য। সম্প্রতি চলতি বছর বৃষ্টির পরিমাণ সেই ভাবে না থাকার ফলে গরম দিন দিন বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে বহু মানুষের মধ্যে পাহাড় ঘুরতে যাওয়ার তৎপরতা শুরু হয়েছে।

সম্প্রতি গত কয়েকদিন ধরে যেভাবে নিউ জলপাইগুড়িগামী ট্রেনে ভিড় দেখা যাচ্ছে তাতে ভারতীয় রেল কলকাতা থেকে NJP যাওয়ার একগুচ্ছ ট্রেন ঘোষণা করল। ভারতীয় রেলের এই ঘোষণার ফলে যেমন যাত্রীদের অতিরিক্ত ভিড়ের চাপ কমবে ঠিক তেমনি আবার যারা টিকিট না পাওয়ার কারণে ঘুরতে যেতে পারছিলেন না তাদেরও আশা পূরণ হবে।

রেল সূত্রে জানা যাচ্ছে, NJP-র জন্য শিয়ালদহ এবং সাঁতরাগাছি এই দুই স্টেশন থেকেই ট্রেন চালানো হবে। হাওড়া এবং শিয়ালদহ রেল স্টেশনের উপর অতিরিক্ত চাপ সামাল দেওয়ার জন্য বিকল্প রেল স্টেশন হিসাবে এমনিতেই সাঁতরাগাছির গুরুত্ব দিন দিন বাড়ছে।

১২ আগস্ট শিয়ালদহ থেকে NJP-র উদ্দেশ্যে একটি ট্রেন ছাড়বে রাত ৯:৪০ মিনিটে। এই ট্রেনটি ১৩ আগস্ট দুপুর ১২:৩৫ মিনিটে জলপাইগুড়ি পৌঁছাবে। এই ট্রেনটির বুকিং শুরু হয়েছে গত ৪ আগস্ট থেকে। ট্রেনটি ব্যান্ডেল, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, মালদা টাউন স্টেশনে থামবে।

সাঁতরাগাছি রেল স্টেশন থেকে ৫ আগস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত প্রতি সপ্তাহের শুক্রবার একটি ট্রেন ছাড়া হবে। শুক্রবার সন্ধ্যা ৬টায় এই ট্রেনটি সাঁতরাগাছি স্টেশন থেকে NJP-র উদ্দেশ্যে রওনা দেবে এবং ট্রেনটি ভোর ৫:১৫ মিনিটে গন্তব্যে পৌঁছাবে। সেই দিন NJP থেকে এই ট্রেনটি পুনরায় সাঁতরাগাছির দিকে রওনা দিবে দুপুর ১২:১৫ মিনিটে এবং সাঁতরাগাছি এসে পৌঁছাবে রাত ১১:৪৫ মিনিটে।

[ad_2]

Leave a Reply