বেঙ্গলি পোর্টাল:অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে কিংবদন্তী ক্রিকেটার শচীন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে ১২ হাজার রানের এলিট ক্লাবে ঢুকে পড়লেন বিরাট কোহলি৷ দ্বিতীয় একদিনের ম্যাচে দলকে জেতাতে পারেননি ক্যাপ্টেন কোহলি৷ ফলে বুধবারের ম্যাচ একেবারেই নিয়মরক্ষার৷ দ্বিতীয় একদিনের ম্যাচ শেষে তাঁর রান ছিল ১১ হাজার ৯৭৭৷ এদিন ক্রিজে নেমেই মাইলফলক ছুঁয়ে নেন ৩২ বছরের অধিনায়ক কোহলি৷ মাস্টার ব্লাস্টারের চেয়ে ৫৮ ইনিংস কম খেলেই তিনি ঢুকে পড়েন ১২ হাজারের ঘরে।
উল্লেখ্য, প্রথম দুই ম্যাচে ভরাডুবির পর তৃতীয় ম্যাচে ১৩ রানে জয় ছিনিয়ে নিল ভারত। ক্যানবেরায় প্রথমে ব্যাট করে ভারত করে ৫ উইকেটে ৩০২ রান। জবাবে ২৮৯ রানে থেমে যায় অস্ট্রেলিয়া।
❒ প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:
বলা হয়, ক্যানবেরার মাঠে টস যার ম্যাচ তার। বুধবার সেটাই প্রমাণিত হল। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বিরাট। শুরুতেই শিখর ধওয়নকে (২৭ বলে ১৬ রান) হারালেও ইনিংস গড়ার কাজ করেন তরুণ পঞ্জাব তনয় শুভমন গিল (৩৯ বলে ৩৩ রান) এবং বিরাট। তাঁদের ৫৬ রানের পার্টনারশিপ লড়ার জমি তৈরি করে দেয় ভারতের জন্য। শ্রেয়াস আইয়ার (২১ বলে ১৯ রান) এবং লোকেশ রাহুল (১১ বলে ৫ রান) খুব বেশি রান করতে না পারলেও ভারতের ইনিংসকে এগিয়ে নিয়ে যান বিরাট (৭৮ বলে ৬৩ রান)। রেকর্ড বুকে নাম তোলেন তিনি। কিংবদন্তি সচিন তেন্ডুলকরকে টপকে সব চেয়ে কম ইনিংস (২৪২) খেলে একদিনের ক্রিকেটে ১২ হাজার রান পূর্ণ করেন তিনি। নিজের ৬০তম হাফ সেঞ্চুরিটাও করে ফেলেন বুধবারই।
আরও পড়ুন: “সৌরভ গাঙ্গুলি টাকার কাঙ্গাল, ও টাকার জন্য সব করে” বললেন প্রাক্তন বোর্ড প্রশাসক রামচন্দ্র গুহ
এই সিরিজে ব্যাটসম্যান হার্দিককে অনেক বেশি করে পেল ভারত। সিরিজে ২ বার ৯০-এর ঘরে শেষ করলেন তিনি। জাদেজাকে নিয়ে ষষ্ঠ উইকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রেকর্ড ১৫০ রানের পার্টনারশিপ খেলে গড়ে ভারতকে পৌঁছে দেন ৩০২ রানে। এই দু’জন লড়াই করার মতো রান তুলে দেন বোলারদের হাতে।