[ad_1]
আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিটি ম্যাচেই নিত্য নতুন রেকর্ড হচ্ছে। এদিন আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড ডাবলিনে মুখোমুখি হয়েছিল ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে। প্রথমে নিউজিল্যান্ড ৩৬০ রানের বিশাল স্কোর কার্ড খাড়া করে। জবাবে আয়ারল্যান্ড দলের জোড়া সেঞ্চুরি হওয়ার পরেও মাত্র ১ রানের জন্য পরাজিত হয়। এক দুর্দান্ত ম্যাচে সাক্ষী রইল গোটা ক্রিকেট বিশ্ব। এই প্রতিবেদনে বলা হয়েছে, ওয়ানডেতে লক্ষ্য তাড়া করতে গিয়ে জোড়া সেঞ্চুরি করার পরেও হেরেছে যে দলগুলি।
১) পল স্টার্লিং (১২০) ও হ্যারি টেক্টর (১০৮):
এদিন নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড মুখোমুখি হয়েছিল। নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে ৩৬১ রানের লক্ষ্য দেয়। জবাবে আয়ারল্যান্ডের শুরুটা ভালো না হলেও তৃতীয় উইকেটে পল স্টার্লিং ও হ্যারি টেক্টরের মধ্যে ১৭৯ রানের বড় পার্টনারশিপ হয় এবং তাদের জোড়া সেঞ্চুরি দেখে মনে হচ্ছিল দলটি জিতে যাবে। কিন্তু একজন অভিজ্ঞ ফিনিশারের অভাবে শেষ পর্যন্ত মাত্র ১ রানের জন্য পরাজিত হয়।
২) জো রুট (১০৭) ও জস বাটলার (১০৩):
২০১৯ বিশ্বকাপের গ্রুপ পর্ব ম্যাচে পাকিস্তান ও ইংল্যান্ড মুখোমুখি হয়েছিল। এই ম্যাচে পাকিস্তান প্রথমে ব্যাট করে ৩৪৯ রানের লক্ষ্যমাত্রা রাখে। জবাবে জো রুট সেঞ্চুরি ও ৬ নম্বরে ব্যাট করতে নেমে জস বাটলার ৭৬ বলে ১০৩ রানে একটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। কিন্তু বাকি খেলোয়ারদের তেমন সমর্থন না পাওয়ায় ম্যাচটি ১৪ রানের জন্য হেরে যায়।
৩) আবিদ আলী (১১২) ও রিজওয়ান (১০৪):
২০১৯ সালে দুবাইয়ে অনুষ্ঠিত একটি ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়া ও পাকিস্তান মুখোমুখি হয়েছিল। এই ম্যাচে অস্ট্রেলিয়ার প্রথম ব্যাট করে ২৭৮ রানের টার্গেট দেয়। জবাবে আবিদ আলী ও মোহাম্মদ রিজওয়ানের জোড়া সেঞ্চুরিতে পাকিস্তান ভালো জায়গায় পৌঁছালেও শেষ পর্যন্ত মিডিল অর্ডারের ব্যর্থতায় মাত্র ৬ রানের জন্য পরাজিত হয়।
৪) শিখর ধাওয়ান (১২৬) ও কোহলি (১০৬):
২০১৫ সালে ক্যানবেরায় অনুষ্ঠিত একটি ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়া ও ভারত মুখোমুখি হয়েছিল। এই ম্যাচে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ৩৪৮ রানের স্কোর কার্ড খাড়া করে। জবাবে শিখর ধাওয়ান ও বিরাট কোহলির দুর্দান্ত সেঞ্চুরিতে ২১২ রানের পার্টনারশিপ হয়। এরপর দুজনে আউট হতেই ভারতীয় দল তাসের ঘরের মতো ভেঙে পড়ে এবং ২৫ রানে হেরে যায়।
৫) স্টুয়ার্ট কার্লাইল (১০৯) ও এরভিন (১০০):
২০০৪ সালে ভিবি সিরিজের একটি ওয়ানডে ম্যাচে ভারত জিম্বাবুয়ে মুখোমুখি হয়েছিল। এই ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে ২৮১ রানের লক্ষ্য মাত্রা রাখে। জবাবে জিম্বাবুয়ের শুরুতেই ৩ উইকেটের পতন ঘটলেও স্টুয়ার্ট কার্লাইল ও শেন এরভিনের জোড়া সেঞ্চুরিতে ২০২ রানের পার্টনারশিপ হয়। কিন্তু অন্যান্য ব্যাটসম্যানরা ব্যর্থ হলে জিম্বাবুয়ে মাত্র ৩ রানের জন্য পরাজিত হয়।
৬) আজহারউদ্দিন (১১১*) ও জাদেজা (১১৯):
১৯৯৭ সালে কলম্বোতে অনুষ্ঠিত একটি ওয়ানডে ম্যাচে ভারত ও শ্রীলঙ্কা দল মুখোমুখি হয়েছিল। এই ম্যাচের শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে ৩০৩ রানের টার্গেট দেয়। জবাবে ভারতীয় দলের টপ অর্ডারের ব্যর্থ হলে ৫ ও ৬ নম্বরে ব্যাট করতে নামে মোহাম্মদ আজহারউদ্দিন ও অজয় জাদেজার জোড়া সেঞ্চুরিতে ২২৩ রানের পার্টনারশিপ হয়েছিল। তাদের এই ঐতিহাসিক লড়াই গোটা ক্রিকেট বিশ্বকে মুগ্ধ করে এবং ২ রানের জন্য পরাজিত হয়।
The post ওয়ানডেতে লক্ষ্য তাড়া করে জোড়া সেঞ্চুরির পরেও হেরেছে এই ৫টি দল appeared first on Amaze24x7.in.
[ad_2]