ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

ভারতীয় সেনায় গ্রুপ সি তে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ – Indian Army Group C Recruitment 2023

Indian Army Group C Recruitment 2023
Indian Army Group C Recruitment 2023
Rate this post

Indian Army Group C Recruitment 2023: সম্প্রতি ইন্ডিয়ান আর্মির তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন গ্রুপ সি পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।

ইন্ডিয়ান আর্মি গ্রুপ সি রিক্রুটমেন্ট ২০২৩:

আবেদনের তারিখপ্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১১ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

প্রার্থীদের অফলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

ভারতীয় সেনায় গ্রুপ সি তে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ – Indian Army Group C Recruitment 2023

সংস্থা:ইন্ডিয়ান আর্মি
পদের নাম:গ্রুপ সি
শূন্যপদের সংখ্যা:বিশদ দেখুন
কাজের স্থান:ভারত
নির্বাচন পদ্ধতি:বিশদ দেখুন
আবেদন প্রক্রিয়া শুরু:বর্তমানে চলেছে
শিক্ষাগত যোগ্যতা:বিশদ দেখুন
বেতনক্রম:বিশদ দেখুন
আবেদন পদ্ধতি:অফলাইন
আবেদনের শেষ তারিখ:১১.০২.২০২৩

ইন্ডিয়ান আর্মি গ্রুপ সি রিক্রুটমেন্ট ২০২৩: শিক্ষাগত যোগ্যতাকুক- দশম শ্রেণি উত্তীর্ণ বা সমমানের যোগ্যতা থাকতে হবে। ভারতীয় রন্ধন শিল্পে জ্ঞান থাকতে হবে এবং ট্রেডিংয়ে বিশেষ জ্ঞান থাকা স্বাভাবিকবার্বার- দশম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবেটেইলর- দশম শ্রেণি উত্তীর্ণ বা সমমানের যোগ্যতা থাকতে হবে। কোনও স্বীকৃত প্রতিষ্ঠানে টেইলর হিসেবে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবেমেসেঞ্জার, ড্রাফটি, সাফাইওয়ালা- দশম শ্রেণি উত্তীর্ণ বা সমমানের যোগ্যতা থাকতে হবে।

Also Read:

ইন্ডিয়ান আর্মি গ্রুপ সি রিক্রুটমেন্ট ২০২৩: বয়সসীমা

১৮ থেকে ২৫ বছরের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে।

ইন্ডিয়ান আর্মি গ্রুপ সি রিক্রুটমেন্ট ২০২৩: বেতন

  • কুক- ১৯৯০০- ৬৩২০০ টাকা
  • বার্বার, টেইলর- ১৮০০০-৫৬৯০০ টাকা
  • ড্রটসম্যান- ২৫৫০০ টাকা
  • মেসেঞ্জার, ড্রাফটি, সাফাইওয়ালা- ১৮০০০ থেকে ৫৬৯০০ টাকা

ইন্ডিয়ান আর্মি গ্রুপ সি রিক্রুটমেন্ট ২০২৩:

আবেদন পদ্ধতিআবেদনপত্রটি ওয়েবসাইটে দেওয়া নিয়ম অনুসারে যথাযথ ভাবে পূরন করে তার সঙ্গে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট ও সার্টিফিকেটের জেরক্স কপি এবং সাম্প্রতিক কালের ছবি পাঠাতে হবে। আবেদনপত্র পাঠাতে হবে এই ঠিকানায়, “SELECTION BOARD GP ‘C’ POST JAK RIF REGIMENTAL CENTRE JABALPUR CANTT PIN 482001″।

Leave a Reply