মাধ্যমিক পাশে রেল কোচ ফ্যাক্টরিতে নিয়োগ | Rail Coach Factory Recruitment 2024: রেল কোচ ফ্যাক্টরিতে নিয়োগ এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। এখানে একই সঙ্গে অসংখ্য শূন্যপদে প্রার্থীদের নিযুক্ত করা হবে। সবথেকে বড় কথা হলো, ন্যূনতম এবং খুবই সামান্য শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে আপনারা এখানে আবেদন জানাতে পারবেন। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।
মাধ্যমিক পাশে রেল কোচ ফ্যাক্টরিতে নিয়োগ | Rail Coach Factory Recruitment 2024
নিয়োগকারী সংস্থা | ভারতীয় রেল (Indian Railways) |
---|---|
পদের নাম | ফিটার, ওয়েল্ডার, মেশিনিস্ট, পেইন্টার, কারপেন্টার, ইলেকট্রিশিয়ান, এসি অ্যান্ড রেফ্রিজারেটর মেকানিক |
মোট শূন্যপদ | 550 টি |
শিক্ষাগত যোগ্যতা | ন্যূনতম মাধ্যমিক পাশ |
প্রার্থীর বয়সসীমা | 15-24 বছর |
নিয়োগ প্রক্রিয়া | মেরিট লিস্ট ভিত্তিতে |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের সময়সীমা | 09/04/2024 |
মাধ্যমিক পাশে রেল কোচ ফ্যাক্টরিতে নিয়োগ | Rail Coach Factory Recruitment 2024
মাধ্যমিক পাশে রেল কোচ ফ্যাক্টরিতে নিয়োগ 2024 নিয়োগকারী সংস্থা
রেল মন্ত্রক (Ministry of Railways) এর তত্ত্বাবধানে ভারতীয় রেল (Indian Railways)
Rail Coach Factory Recruitment 2024 পদের নাম
প্রার্থীদের এখানে অ্যাক্ট অ্যাপ্রেন্টিস হিসাবে নিযুক্ত করা হবে। সেক্ষেত্রে যেসব ট্রেডে প্রার্থীদের নেওয়া হবে –
1. ফিটার
2. ওয়েল্ডার
3. মেশিনিস্ট
4. পেইন্টার
5. কারপেন্টার
6. ইলেকট্রিশিয়ান
7. এসি অ্যান্ড রেফ্রিজারেটর মেকানিক
মাধ্যমিক পাশে রেল কোচ ফ্যাক্টরিতে নিয়োগ মোট শূন্যপদ
উপরোক্ত বিভিন্ন ক্ষেত্রে সব মিলিয়ে 550 টি শূন্যপদে প্রার্থীদের নিযুক্ত করা হবে।
Rail Coach Factory Recruitment 2024 শিক্ষাগত যোগ্যতা
যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
- আরও পড়ুন: রাজ্যে বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ 2024
- আরও পড়ুন: এসএসসি সাব ইন্সপেক্টর নিয়োগ 2024
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে ভারতীয় রেলে কনস্টেবল ও সাব ইন্সপেক্টর নিয়োগ
- আরও পড়ুন: পশ্চিমবঙ্গে পৌরসভায় সাব রেজিস্ট্রার নিয়োগ 2024
- আরও পড়ুন: মাধ্যমিক ভারতীয় পাশে রেলে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: পশ্চিমবঙ্গ কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ 2024
মাধ্যমিক পাশে রেল কোচ ফ্যাক্টরিতে নিয়োগ প্রার্থীর বয়সসীমা
15-24 বছর বয়সের মধ্যে যেকেউ আবেদন জানাতে পারবেন।
Rail Coach Factory Recruitment 2024 নিয়োগ প্রক্রিয়া
শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করে তার ভিত্তিতে হবে নিয়োগ।
মাধ্যমিক পাশে রেল কোচ ফ্যাক্টরিতে নিয়োগ আবেদন পদ্ধতি
নিম্নে প্রদত্ত ধাপ অনুসরন করে অনলাইনে আবেদন জানাতে পারবেন।
1. ভারতীয় রেল এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইন আবেদনের লিংকে যেতে হবে।
2. নিজ নিজ প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপ করুন।
3. এক্ষেত্রে নিজের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, অভিভাবকের নাম ইত্যাদি দিতে হবে।
4. নিজের বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল দিতে হবে।
5. গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সঙ্গে রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি আপলোড করতে বললে আপলোড করুন।
6. শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট করে নিন।
Rail Coach Factory Recruitment 2024 আবেদনের সময়সীমা
আগামী 09/04/2024 তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
Important Links
Official Notification | Click Here |
Official Website | Click Here |