ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

পশ্চিমবঙ্গে পৌরসভায় সাব রেজিস্ট্রার নিয়োগ 2024 | WBMSC Sub Registrar Recruitment 2024

WBMSC Sub Registrar Recruitment 2024
WBMSC Sub Registrar Recruitment 2024

পশ্চিমবঙ্গে পৌরসভায় সাব রেজিস্ট্রার নিয়োগ 2024 | WBMSC Sub Registrar Recruitment 2024: পশ্চিমবঙ্গে পৌরসভায় সাব রেজিস্ট্রার পদে কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। নিয়োগের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, এখানে রাজ্যের যেকোনো জেলা প্রান্ত থেকে যেকেউ আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে আপনারা যারা রাজ্যের স্থায়ী বাসিন্দা হয়ে দীর্ঘদিন ধরে ভালো কোনো চাকরির খোঁজ করছেন তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।

পশ্চিমবঙ্গে পৌরসভায় সাব রেজিস্ট্রার নিয়োগ 2024 | WBMSC Sub Registrar Recruitment 2024

নিয়োগকারী সংস্থাওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন (WBMSC)
পদের নামসাব রেজিস্ট্রার (Sub Registrar)
শিক্ষাগত যোগ্যতাযেকোনো স্বীকৃত ক্ষেত্র থেকে ডিগ্রি কিংবা ডিপ্লোমা পাশ
বয়সসীমাউচ্চতম 45 বছর
মাসিক বেতনলেভেল 14 অনুযায়ী বেতন প্রদান
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের সময়সীমা06/04/2024

পশ্চিমবঙ্গে পৌরসভায় সাব রেজিস্ট্রার নিয়োগ 2024 | WBMSC Sub Registrar Recruitment 2024

পশ্চিমবঙ্গে পৌরসভায় সাব রেজিস্ট্রার নিয়োগ 2024 নিয়োগকারী সংস্থা

রাজ্য পৌরসভা তথা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন (WBMSC) এর তরফে কর্মী নিয়োগ করা হবে।

WBMSC Sub Registrar Recruitment 2024 পদের নাম

পৌরসভার এই নিয়োগের মধ্য দিয়ে সাব রেজিস্ট্রার (Sub Registrar) পদে কর্মী নিয়োগ করা হবে।

পশ্চিমবঙ্গে পৌরসভায় সাব রেজিস্ট্রার নিয়োগ 2024 শিক্ষাগত যোগ্যতা

সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রি কিংবা ডিপ্লোমা পাশ করে থাকতে হবে যেকোনো স্বীকৃত ক্ষেত্র থেকে।

WBMSC Sub Registrar Recruitment 2024 প্রার্থীর বয়সসীমা

বয়সের ঊর্ধ্বসীমা 45 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য।

পশ্চিমবঙ্গে পৌরসভায় সাব রেজিস্ট্রার নিয়োগ 2024 মাসিক বেতন

লেভেল 14 অনুযায়ী প্রার্থীদের বেতন প্রদান করা হবে কর্মীদের।

WBMSC Sub Registrar Recruitment 2024 আবেদন পদ্ধতি

অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন প্রার্থীরা।

1. অনলাইন আবেদনের লিংকে ক্লিক করে নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইনে আবেদন করুন।

2. এক্ষেত্রে নিজের নাম, মোবাইল নম্বর, ইমেল, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার ঠিকানা ইত্যাদি তথ্য দিন।

3. যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সঙ্গে পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার ইত্যাদি এক এক করে আপলোড করুন।

4. সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।

পশ্চিমবঙ্গে পৌরসভায় সাব রেজিস্ট্রার নিয়োগ 2024 আবেদনের সময়সীমা

আগামী 06/04/2024 তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।

Important Links

Official NotificationClick Here
Official WebsiteClick Here

Leave a Reply