ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

মাধ্যমিক পাশে ভারতীয় রেলে কনস্টেবল ও সাব ইন্সপেক্টর নিয়োগ | Indian Railways Constable and Sub Inspector Recruitment 2024

Indian Railways Constable and Sub Inspector Recruitment 2024
Indian Railways Constable and Sub Inspector Recruitment 2024
Rate this post

মাধ্যমিক পাশে ভারতীয় রেলে কনস্টেবল ও সাব ইন্সপেক্টর নিয়োগ | Indian Railways Constable and Sub Inspector Recruitment 2024: রেল বিভাগে বিরাট নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেক্ষেত্রে একই সঙ্গে অঢেল পরিমাণ শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। আপনি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে দীর্ঘদিন ধরে ভালো কোনো চাকরির খোঁজ করছেন? আপনি কি রেল বিভাগে চাকরি করতে ইচ্ছুক? তবে শুধুমাত্র মাধ্যমিক পাশে এমন দুর্দান্ত নিয়োগের সুবর্ণ সুযোগ হাতছাড়া না করতে এখনই জেনে নিন এর বিস্তারিত বিবরণ। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।

Table of Contents

মাধ্যমিক পাশে ভারতীয় রেলে কনস্টেবল ও সাব ইন্সপেক্টর নিয়োগ | Indian Railways Constable and Sub Inspector Recruitment 2024

নিয়োগকারী সংস্থাভারত সরকারের রেল মন্ত্রক রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB)
পদের নামকনস্টেবল এবং সাব ইন্সপেক্টর
মোট শূন্যপদ4660 (কনস্টেবল – 4208, সাব ইন্সপেক্টর – 452)
কনস্টেবলের শিক্ষাগত যোগ্যতান্যূনতম মাধ্যমিক পাস
কনস্টেবলের বয়সসীমা18 থেকে 28 বছর
কনস্টেবলের মাসিক বেতন21,700/- টাকা থেকে শুরু
সাব ইন্সপেক্টরের শিক্ষাগত যোগ্যতাস্নাতক পাস
সাব ইন্সপেক্টরের বয়সসীমা20 থেকে 28 বছর
সাব ইন্সপেক্টরের মাসিক বেতন35,400/- টাকা থেকে শুরু
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের সময়সীমা15/04/2024 – 14/05/2024

মাধ্যমিক পাশে ভারতীয় রেলে কনস্টেবল ও সাব ইন্সপেক্টর নিয়োগ | Indian Railways Constable and Sub Inspector Recruitment 2024

মাধ্যমিক পাশে ভারতীয় রেলে কনস্টেবল ও সাব ইন্সপেক্টর নিয়োগ 2024 নিয়োগকারী সংস্থা

ভারত সরকারের রেল মন্ত্রকের তত্ত্বাবধানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তথা RRB এর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।

Indian Railways Constable and Sub Inspector Recruitment 2024 পদের নাম

রেল বিভাগের এই নিয়োগের মধ্য দিয়ে রেলে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদে কর্মী নিয়োগ করা হবে।

মাধ্যমিক পাশে ভারতীয় রেলে কনস্টেবল ও সাব ইন্সপেক্টর নিয়োগ 2024 মোট শূন্যপদ

এই দুটি পদে সব মিলিয়ে 4660 শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। পদ অনুযায়ী শূন্যপদের বিবরণ হলো –

1. কনস্টেবল – 4208 টি 

2. সাব ইন্সপেক্টর – 452 টি

Indian Railways Constable and Sub Inspector Recruitment 2024 পদ

কনস্টেবল

মাধ্যমিক পাশে ভারতীয় রেলে কনস্টেবল ও সাব ইন্সপেক্টর নিয়োগ 2024 শিক্ষাগত যোগ্যতা

যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে।

Indian Railways Constable and Sub Inspector Recruitment 2024 প্রার্থীর বয়সসীমা

18 থেকে 28 বছর বয়সের মধ্যে যেকেউ আবেদন জানাতে পারবেন।

মাধ্যমিক পাশে ভারতীয় রেলে কনস্টেবল ও সাব ইন্সপেক্টর নিয়োগ 2024 মাসিক বেতন

নিয়োগের পর কর্মী পিছু মাসিক গড় বেতন 21,700/- টাকা থেকে শুরু হচ্ছে।

Indian Railways Constable and Sub Inspector Recruitment 2024 পদ

সাব ইন্সপেক্টর

মাধ্যমিক পাশে ভারতীয় রেলে কনস্টেবল ও সাব ইন্সপেক্টর নিয়োগ 2024 শিক্ষাগত যোগ্যতা

যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে।

Indian Railways Constable and Sub Inspector Recruitment 2024 প্রার্থীর বয়সসীমা

20 থেকে 28 বছর বয়সের মধ্যে যেকেউ আবেদন যোগ্য বলে বিবেচিত হবেন।

মাধ্যমিক পাশে ভারতীয় রেলে কনস্টেবল ও সাব ইন্সপেক্টর নিয়োগ 2024 মাসিক বেতন

নিয়োগের পর কর্মী পিছু মাসিক গড় বেতন 35,400/- টাকা থেকে শুরু হচ্ছে।

Indian Railways Constable and Sub Inspector Recruitment 2024 আবেদন পদ্ধতি

অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন আপনারা।

1. সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল অনলাইন আবেদনের লিংকে ক্লিক করে নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপ করুন।

2. এক্ষেত্রে নিজের নাম, মোবাইল নম্বর, ইমেল, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি ইত্যাদি তথ্য দেবেন।

3. নিজের যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সঙ্গে পাসপোর্ট সাইজের রঙিন ফটো, সিগনেচার ইত্যাদি এক এক আপলোড করুন।

4. সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।

মাধ্যমিক পাশে ভারতীয় রেলে কনস্টেবল ও সাব ইন্সপেক্টর নিয়োগ 2024 আবেদনের সময়সীমা

আগামী 15/04/2024 তারিখ থেকে 14/05/2024 তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।

Important Links

Official NotificationClick Here
Official WebsiteClick Here

Leave a Reply