ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

এসএসসি সাব ইন্সপেক্টর নিয়োগ 2024 | SSC Sub Inspector Recruitment 2024

SSC Sub Inspector Recruitment 2024
SSC Sub Inspector Recruitment 2024
Rate this post

এসএসসি সাব ইন্সপেক্টর নিয়োগ 2024 | SSC Sub Inspector Recruitment 2024: এসএসসির পক্ষ থেকে সাব ইন্সপেক্টর পদে কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি জারি হলো। সেক্ষেত্রে একই সঙ্গে চার হাজারেরও অধিক শূন্যপদে নেওয়া হবে কর্মী। যেকোনো জেলা প্রান্ত থেকে যেকেউ এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।

এসএসসি সাব ইন্সপেক্টর নিয়োগ 2024 | SSC Sub Inspector Recruitment 2024

নিয়োগকারী সংস্থাএসএসসি (স্টাফ সিলেকশন কমিশন)
পদের নামসাব ইন্সপেক্টর (Sub Inspector)
শূন্যপদ সংখ্যা4187
শিক্ষাগত যোগ্যতাস্নাতক পাস
প্রার্থীর বয়সসীমা20 থেকে 25 বছর
বয়সে ছাড়SC/ST – 5 বছর, OBC – 3 বছর
মাসিক বেতন35,400/- টাকা থেকে শুরু
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের সময়সীমা28/03/2024

এসএসসি সাব ইন্সপেক্টর নিয়োগ 2024 | SSC Sub Inspector Recruitment 2024

এসএসসি সাব ইন্সপেক্টর নিয়োগ 2024 নিয়োগকারী সংস্থা

এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে নিয়োগ সংঘটিত হচ্ছে।

SSC Sub Inspector Recruitment 2024 পদের নাম

SSC এর এই নিয়োগে সাব ইন্সপেক্টর (Sub Inspector) পদে কর্মী নিয়োগ করা হবে।

এসএসসি সাব ইন্সপেক্টর নিয়োগ 2024 শূন্যপদ সংখ্যা

এক্ষেত্রে সব মিলিয়ে শূন্যপদের সংখ্যা হলো 4187 টি।

SSC Sub Inspector Recruitment 2024 শিক্ষাগত যোগ্যতা

যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করতে হবে।

এসএসসি সাব ইন্সপেক্টর নিয়োগ 2024 প্রার্থীর বয়সসীমা

20 থেকে 25 বছর বয়সের মধ্যে যেকেউ আবেদন যোগ্য বলে বিবেচিত হবেন।

SSC Sub Inspector Recruitment 2024 বয়সে ছাড়

রিজার্ভ ক্যাটাগরি যেমন SC/ST প্রার্থীদের বয়সে 5 বছরের এবং OBC প্রার্থীদের বয়সে 3 বছরের ছাড় দেওয়া হয়েছে।

এসএসসি সাব ইন্সপেক্টর নিয়োগ 2024 মাসিক বেতন

নিয়োগের পর কর্মী পিছু মাসিক গড় বেতন 35,400/- টাকা থেকে শুরু হচ্ছে।

SSC Sub Inspector Recruitment 2024 আবেদন পদ্ধতি

অনলাইনে নিম্নে বর্ণিত ধাপ অনুসরন করে আবেদন জানাতে পারবেন।

1. এসএসসির অফিসিয়াল অনলাইন আবেদনের লিংকে ক্লিক করে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপ করুন।

2. নিজের নাম, মোবাইল নম্বর, ইমেল, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি প্রয়োজন পড়বে।

3. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এক এক করে আপলোড করুন।

4. সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।

এসএসসি সাব ইন্সপেক্টর নিয়োগ 2024 আবেদনের সময়সীমা

আগামী 28/03/2024 তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।

Important Links

Official NotificationClick Here
Official WebsiteClick Here
Apply OnlineRegistration / Login

Leave a Reply