ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আত্মনির্ভর ভারত গড়ার প্রচেষ্টায় মহাকাশে পাড়ি দিল ইসরোর পিএসএলভি-সি৫১ রকেট

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আত্মনির্ভর ভারত গড়ার প্রচেষ্টায় মহাকাশে পাড়ি দিল ইসরোর পিএসএলভি-সি৫১ রকেট
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আত্মনির্ভর ভারত গড়ার প্রচেষ্টায় মহাকাশে পাড়ি দিল ইসরোর পিএসএলভি-সি৫১ রকেট
Rate this post

Bengaliportal: একুশের শুরুতেই বড় মহাকাশ অভিযানে বড় পদক্ষেপ করল ইসরো। রবিবার সকালে সাড়ে দশটা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি, ই-ভগবত গীতা-সহ ১৯টি উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দিল পিএসএলভি-সি৫১। ১৯টি উপগ্রহের মধ্যে ব্রাজিলের কৃত্রিম উপগ্রহ অ্যামাজোনিয়া-১ অন্যতম। তাৎপর্যপূর্ণভাবে, ইসরোর এটাই প্রথম বাণিজ্যিক মহাকাশ অভিযান।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

এই প্রথমবার ব্রাজিলের উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দিল ভারতের রকেট। এদিন রকেট উৎক্ষেপণের সময় শ্রীহরিকোটায় উপস্থিত ছিল ব্রাজিলের প্রতিনিধি দল এবং ইসরো প্রধান কে শিবন। জানা গিয়েছে, ব্রাজিলের কৃত্রিম উপগ্রহ অ্যামাজোনিয়া-১ ওজন ছিল ৬৩৭ কেজি। রকেটের সফল উৎক্ষেপণের ব্রাজিলের প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্রাজিলের প্রতিনিধিদের শুভেচ্ছা জানিয়েছিলেন ইসরোর প্রধান।

ব্রাজিলের কৃত্রিম উপগ্রহ ছাড়াও চেন্নাইয়ের স্পেসকিডস ইন্ডিয়ার SD-SAT উপগ্রহটি। এর নাম রাখা হয়েছে সতীশ ধাওয়ান স্যাট। এরই শীর্ষ প্যানেলে প্রধানমন্ত্রীর ছবি ছিল। এছাড়া একটি চিপে করে ভগবত গীতার ই-ভার্সনও পাঠানো হয়েছে। কেন এমন উদ্যোগ? এ প্রসঙ্গে ইসরোর সাফাই, “আত্মনির্ভর ভারত মিশনের অধীনে এই স্যাটেলাইটটি তৈরি হয়েছে। এই আত্মনির্ভরতার ডাক দিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই তাঁর ছবি সেথানে রাখা হয়েছে। একই বিষয় মাথায় রেখে ভগবত গীতাও রাখা হয়েছে।”

Leave a Reply