ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

ঝাড়গ্রাম জেলা আদালতে কর্মী নিয়োগ

ঝাড়গ্ৰাম জেলা আদালতে কর্মী নিয়োগ
ঝাড়গ্ৰাম জেলা আদালতে কর্মী নিয়োগ

বর্তমান দিনে চাকরি সকালের কাছেই যেন দুষ্প্রাপ্য। চাকরি পেতে গেলে লাগে উচ্চ যোগ্যতা, অতুলনীয় স্কিল ইত্যাদি অনেক কিছু। তবে নূন্যতম যোগ্যতায় আছে কিছু সরকারি চাকরি। দৈনিক অথবা মাসিক বেতনে পাওয়া যায় তেমন চাকরি। সম্প্রতি পশ্চিমবঙ্গের জেলা আদালত কতৃক তেমনই একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হল।

পদের নাম সুইপার ,মোট শূন্যপদ- ১ টি।শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাশ।দৈনিক বেতন- ৪০৪ টাকা। রাজ্য সকারের শ্রম আইনের নিয়ম অনুযায়ী No work no pay পদ্ধতিতে মাসিক বেতন দেওয়া হবে।বয়সসীমা- ১ জানুয়ারী ২০২৩ তারিখের নিরিখে আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।

আবেদন পদ্ধতি– চাকরিপ্রার্থীদের আলাদা ভাবে আবেদন করার প্রয়োজন নেই। জেলার অফিশিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা আবেদনপত্র যথাযথ ভাবে পূরণ করে পূরুণ করা আবেদনপত্র সঙ্গে নিয়ে ইন্টারভিউর স্থানে উপস্থিত হতে হবে। সঙ্গে সচিত্র পরিচয়পত্র, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র ইত্যাদি প্রয়োজনীয় নথিপত্রগুলি নিয়ে যেতে হবে।

ইন্টারভিউ স্থান– Office of the District Legal Services Authority, Ghoradhara, Jhargram, West Bengal 721514।

ইন্টারভিউর তারিখ– ৫ জুলাই, ২০২৩।

Leave a Reply