ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

১৫ আগস্ট রাজ্যেও চালু হতে পারে Jio 5G, খরচ সম্পর্কে কি জানা যাচ্ছে

১৫ আগস্ট রাজ্যেও চালু হতে পারে Jio 5G, খরচ সম্পর্কে কি জানা যাচ্ছে
Rate this post

[ad_1]

১৫ আগস্ট রাজ্যেও চালু হতে পারে Jio 5G, খরচ সম্পর্কে কি জানা যাচ্ছে

নিজস্ব প্রতিবেদন : সম্প্রতি জুলাই মাসের শেষের দিকে শুরু হওয়া 5G স্পেক্ট্রাম নিলাম শেষ হয়েছে। নিলাম শেষ হওয়ার পর দেখা যায় সবচেয়ে বেশি টাকা বিনিয়োগ করে সবচেয়ে বেশি বরাত পেয়েছে জিও। স্বাভাবিকভাবেই এই নিলাম শেষ হওয়ার পর সবার মধ্যে প্রশ্ন কবে নতুন এই পরিষেবা চালু হবে?

জানা যাচ্ছে, সারাদেশে 5G পরিষেবা চালু করার বিষয়ে প্রস্তুতি সেরে ফেলা হয়েছে দেশের বৃহত্তম টেলিকম সংস্থা জিওর তরফ থেকে। তবে সংস্থার তরফ থেকে এখনো পর্যন্ত পরিকল্পনা অথবা প্রস্তুতি নিয়ে কোন রিপোর্ট প্রকাশ করা হয়নি। অন্যদিকে এই টেলিকম সংস্থার চেয়ারম্যান আকাশ আম্বানি যে ইঙ্গিত দিয়েছেন তাও তাৎপর্যপূর্ণ।

আকাশ আম্বানি জানিয়েছেন, ১৫ আগস্ট 5G পরিষেবা শুরু করে দেশজুড়ে আজাদি কা অমৃত উৎসব পালন করবে জিও। এরই পরিপ্রেক্ষিতে মনে করা হচ্ছে ওই দিন দেশজুড়ে জিওর 5G পরিষেবা চালু হতে পারে। দেশজুড়ে এই 5G পরিষেবা চালু হওয়ার পাশাপাশি পশ্চিমবঙ্গেও চালু হবে এই 5G পরিষেবা। কারণ প্রাথমিকভাবে 5G পরিষেবা শুরু করার পরিপ্রেক্ষিতে যে সকল শহরের তালিকা রয়েছে তার মধ্যে রয়েছে কলকাতা।

টেলিকমিউনিকেশন দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে প্রাথমিকভাবে ১৩টি শহরে 5G পরিষেবা চালু করা হবে। এই সকল শহরের তালিকায় রয়েছে বেঙ্গালুরু, দিল্লি, হায়দরাবাদ, গুরুগ্রাম, লখনউ, পুনে, চেন্নাই, কলকাতা, গান্ধীনগর, জামনগর, মুম্বই, আমেদাবাদ এবং চণ্ডীগড়। তালিকা অনুযায়ী পশ্চিমবঙ্গের কলকাতাতেও ১৫ আগস্ট এই 5G পরিষেবা চালু হবে।

তবে এই 5G পরিষেবা চালু হওয়া নিয়ে যেমন গ্রাহকদের মধ্যে কৌতূহলের শেষ নেই ঠিক তেমনি কৌতূহল রয়েছে এর খরচ নিয়ে। যদিও জিওর চেয়ারম্যান আকাশ আম্বানি জানিয়েছেন, 4G পরিষেবার মতোই 5G পরিষেবার খরচ সাধারণ মানুষের হাতের নাগালেই থাকবে। সুতরাং সাধারণ মানুষের এই পরিষেবা বহন করার ক্ষেত্রে খুব একটা সমস্যার সম্মুখীন হতে হবে না। যদিও এই খরচ সম্পর্কে এখনো পর্যন্ত স্পষ্ট করে কোন তালিকা প্রকাশ করা হয়নি কোনো সংস্থার তরফ থেকে।

[ad_2]

Leave a Reply