ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

কলকাতা পুলিশে নতুন করে ৩০৬ টি শূন্যপদে নিয়োগ – Kolkata Police New Vacancy 2023

Kolkata Police New Vacancy 2023
Kolkata Police New Vacancy 2023
Rate this post

কলকাতা পুলিশে নতুন করে ৩০৬ টি শূন্যপদে নিয়োগ – Kolkata Police New Vacancy 2023: কলকাতা পুলিশে আবারো নতুন করে নিয়োগের অফিসিয়াল আপডেটে উঠে এলো। কমপক্ষে ৩০৬ টি শূন্যপদে সাব ইন্সপেক্টর অফ পুলিশ এবং সাব- ইন্সপেক্ট্রেস পুলিশ পদে এই নিয়োগ হবে। এদের সকলকেই কলকাতার অন্তর্গত বিভিন্ন পুলিশ স্টেশনে পোস্টিং দেওয়া হবে। 

নবান্নের তরফ থেকে একটি অর্ডার বিজ্ঞপ্তি জারি করে কলকাতা পুলিশে নতুন করে তিনশোর বেশি শূন্যপদে পুরুষ এবং মহিলা সাব ইন্সপেক্টর নিয়োগের বিষয়ে জানানো হয়েছে। কেন এই নিয়োগ করা হবে, বর্তমানে যে নিয়োগ চলছে তার কি হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত জানাতে আজকের এই প্রতিবেদন। 

কলকাতা পুলিশে নতুন করে 306 শূন্যপদ হওয়ার কারণ:

বর্তমানে কলকাতা পুলিশের একটি নিয়োগ প্রক্রিয়া চলছে। অনেকেই ২০২২ এর কলকাতা পুলিশের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। কিন্তু সেই নিয়োগ প্রক্রিয়া চলাকালীন আবারো নতুন করে 306 টি শূন্যপদ ঘোষিত হল। চলুন এইবার আমরা অর্ডার নোটিশ অনুযায়ী নতুন শূন্যপদ তৈরি হওয়ার কারণ এক এক করে জেনে নিই। 

  • বিগত কয়েক বছরে কলকাতা পুলিশের অধীনের এলাকা সম্প্রসারিত হয়েছে।
  • কলকাতা পুলিশের আওতায় নতুন নতুন পুলিশ স্টেশন নির্মাণ করা হয়েছে। 
  • কলকাতায় Law and Order বজায় রাখার জন্য আরও বেশি পুলিশ ফোর্সের (কলকাতা পুলিশ) প্রয়োজন।
  • কলকাতা পুলিশের অধীনে যে সমস্ত কেস জমা পড়ে সেগুলোর খুব দ্রুত তদন্ত (Investigation) করার জন্যও অতিরিক্ত Kolkata পুলিশের প্রয়োজন পড়ছে। 

অর্ডার নোটিশ অনুযায়ী কলকাতা পুলিশের অধীনে আরো নতুন করে 306 শূন্যপদে নিয়োগের কারণ হিসেবে এইগুলি জানা গেছে।

কলকাতা পুলিশে নিয়োগের নতুন শূন্যপদ (Kolkata Police New Vacancy)

(1) সাব ইন্সপেক্টর (পুরুষ)- 288 টি 

(2) সাব ইন্সপেকট্রেস (মহিলা)- 18 টি 

কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর এর বেতন (Kolkata Police Sub Inspector Salary)

Pay Band 3 অনুযায়ী প্রতি মাসে ৭১০০ থেকে ৩৭ হাজার ৬০০ টাকা, সেই সাথে সরকারি বিভিন্ন ভাতা কলকাতা সাব-ইন্সপেক্টরদের বেতন হিসেবে দেওয়া হয়। 

আপনাকে জানিয়ে দিই এই ৩০৬ শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া এখনই শুরু হচ্ছে না। কলকাতা পুলিশের যে নিয়োগ প্রক্রিয়াটি বর্তমানে চলছে তা সম্পন্ন হওয়ার পরেই নতুন করে উক্ত তিন শতাধিক শূন্যপদে Sub-Inspector এবং Sub-Inspectress নিয়োগ করা হবে। 

Leave a Reply