ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

বাপের ব্যাটা হলে ডায়মণ্ডহারবার তুলে দেখাক- শুভেন্দুকে কড়া ভাষায় হুঁশিয়ারি অভিষেকের

বাপের ব্যাটা হলে ডায়মণ্ডহারবার তুলে দেখাক- শুভেন্দুকে কড়া ভাষায় হুঁশিয়ারি অভিষেকের
বাপের ব্যাটা হলে ডায়মণ্ডহারবার তুলে দেখাক- শুভেন্দুকে কড়া ভাষায় হুঁশিয়ারি অভিষেকের

Bengaliportal: গত শুক্রবার ডায়মণ্ডহারবারের সভা থেকে তিনি যে শুভেন্দুকে জবাব দেবেন সেই ধারণা আগে থেকেই করেছিল রাজনৈতিক বিশেষজ্ঞরা, আর সেটাই হল তাই। এদিন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একের পর এক তোপ দাগলেন যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ শুভেন্দুর দিকে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে অভিষেকের হুঁশিয়ারি, “এক বাপের ব্যাটা হলে ডায়মন্ড হারবারটা তুলে দেখাক।” শুভেন্দুকে তোপ দেগে এদিন এদিন অভিষেক বলেন, অনেকে বলছে বাংলাটাকে মোদীর হাতে তুলে দিতে হবে, বাংলা কী আলু-পেঁয়াজ?

তিনি আরও বলেন, ডায়মন্ড হারবারে অর্থাৎ তৃণমূল সাংসদের গড়ে সভা করবেন তিনি। একইসঙ্গে তার হুঁশিয়ারি “তৃণমূলকে একেবারে উপরে ফেলতে হবেই।”

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

এদিন শুভেন্দুর তোলাবাজ ভাইপো হটাও স্লোগান নিয়ে পাল্টা দেন অভিষেক৷ বলেন, ‘‘নারদায় টাকা নিয়েছিলে তুমি। তোলাবাজ তো তুমি।’’ এছাড়াও এদিন নাম না করে শুভেন্দুকে ‘উপসর্গহীন বেইমান’ বলেও কটাক্ষ করেন অভিষেক৷

২১ বছর তৃণমূলে থাকার জন্য নিজেকে ‘লজ্জিত’ বলে শনিবারই দাবি করেন শুভেন্দু।  কিন্তু শুভেন্দুর বাবা এবং ভাই এখনও তৃণমূলের সঙ্গে যুক্ত। সেই প্রসঙ্গ টেনেও ‘লজ্জিত’ ইস্যুতে শুভেন্দুকে বিঁধলেন অভিষেক। বললেন, “বাবা, ভাইয়ের সঙ্গে তো এখনও এক বাড়িতেই থাকেন। লজ্জা করে না?” যদিও এদিন দাঁতনের সভা থেকে কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ গ্রহন করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
অর্থাৎ আগামী বছর বিধানসভা ভোটে রাজ্য রাজনীতির চাকা কোন দিকে গড়ায় সেদিকেই লক্ষ্য থাকবে সকলের।