Bengaliportal: আগামী কাল অর্থাৎ ২১ জুন প্রকাশিত হতে চলেছে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের ইন্টারভিউয় প্রার্থীদের তালিকা। আগামী ২১ জুন সোমবার সন্ধ্যা থেকেই কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে দেখা যাবে ইন্টারভিউ লিস্ট। শনিবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।
❒ প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:
এর আগে গত ১১ ডিসেম্বর কলকাতা হাইকোর্ট ২০১৬ সাল থেকে চলমান নিয়োগ প্রক্রিয়াকে খারিজ করে পুনরায় নতুন করে ভেরিফিকেশন থেকে যাবতীয় প্রক্রিয়া নতুন করে শুরু করতে নির্দেশ দেয়। এর সময়সীমাও বেঁধে দেয় আদালত। তারপর গত ৪ জানু়য়ারি থেকে ভেরিফিকেশন শুরু হয়। ১০ মের পূর্বে ইন্টারভিউ লিস্ট প্রকাশ ও ৩১ জুলাই মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার করার নির্দেশ আদালতের।
করোনা পরিস্থিতিতে খারাপ হওয়ায় এই প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব ঘটে বলে চাকরিপ্রার্থীরা অভিযোগ তোলেন। হাজার হাজার প্রার্থী উদ্বেগে দিন কাটাচ্ছিলেন। কবে নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত হবে তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছিলেন। এদিন ইন্টারভিউ লিস্টের নোটিস প্রকাশ হওয়ায় ফের স্বস্তির বাতাস প্রার্থীমহলে।