আরও এক দুর্ঘটনার সাক্ষী থাকল মহারাষ্ট্র বুলধানার হাইওয়ে। যেই জায়গায় চলন্ত বাসে আগুন লেগে মৃত্যু হয়েছিল ২৫ জন যাত্রীর ঠিক তার চব্বিশ ঘণ্টা পার হতে না হতেই আরও এক দুর্ঘটনা। রবিবার সমৃদ্ধি মহামার্গ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার মুখে পড়ে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীনপার্টির সদস্য সায়েদ মৈনের পরিবারের গাড়ি।
দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর পরিবারের তিন সদস্যের। দলনেতা ইমতিয়াজ জলিল ট্যুইট করে সেই খবর জানিয়েছেন।